বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির বিখ্যাত গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। প্রায় এক দশক হতে চলেছে অরিজিৎ সিং এর বলিউড ইন্ডাস্ট্রিতে এসে। আর এর মধ্যেই বলিউডকে উপহার দিয়েছে একাধিক সুপার হিট গান। ‘আগর তুম সাথ হো’, ‘হামারি আধুরি কাহানি’, ‘অ্যায় দিল হে মুশকিল’, ‘ফির ভি তুমকো চাহুঙ্গা’ ইত্যাদির মত দুর্দান্ত গান আজ মানুষের হৃদয়ে রয়ে গিয়েছে।
ভারতীয় প্লে ব্যাক গায়ক হিসাবে অরিজিৎ সিংয়ের হয়তো সবচেয়ে সুন্দর কণ্ঠ রয়েছে। অরিজিত সিংয়ের গান এমনই যে এটি আপনার মনের গভীরে প্রেম ও বেদনার অনুভূতি জাগিয়ে তুলবে। অরিজিৎ সিংয়ের গাওয়া দুঃখের গান শুনে চোখে জল আস্তে বাধ্য। অরিজিৎ সিং শুধু যে সিনেমাতে প্লে ব্যাক করেন তা নয়, বিভিন্ন অনুষ্ঠানে অরিজিৎ সিংকে লাইভ পারফর্মেন্স দিতেও দেখা যায়।
অরিজিৎ সিংকে লাইভ দেখার জন্য লক্ষ লক্ষ ভক্তরা ভিড় জমান রিয়ালিটি শো থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে। সম্প্রতি অরিজিৎ সিং এর লাইভ পারফর্মেন্সের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে ‘হাওয়ায়ে (Hawayein)’ গানটি লাখ দর্শকদের সামনে গাইতে দেখা যাচ্ছে অরিজিৎ সিংকে।
অরিজিৎ সিংয়ের গলায় এই গান শুনে লাখো ভক্তের ভিড়ে একটি মেয়ে কেঁদে ফেলেছে। তার দুচোখ বেয়ে ঝরে পড়ছে চোখের জল। এই ঘটনা নজর এড়ায়নি বিখ্যাত এই গায়কের। মেয়েটির দিকে তাকিয়ে একটি ফ্লাইং কিস ছুড়ে দিয়েছেন অরিজিৎ সিং। আর অরিজিৎ সিংয়ের তার ফ্যানকে উদ্যেশ করে ছোড়া এই ফ্লাইং কিসের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ৩ কোটি ৭২ লক্ষেরও বেশি মানুষ এপর্যন্ত ভিডিওটি দেখেছেন। রইল ভাইরাল সেই ভিডিওঃ