• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুটিং ফ্লোরে শুরু বিতর্ক, রেখাকে কাঁদিয়ে ছেড়েছিলেন কোরিওগ্রাফার সরোজ খান

Updated on:

Saroj Khan Once slapped Rekha after being angry

বলিউডের ইতিহাসের অন্যতম সেরা কোরিওগ্রাফার দের মধ্যে একজন সরোজ খান(Saroj Khan)। বলিপাড়ার কত জনপ্রিয় গান যে তাঁর নাচের ছন্দে প্রাণ পেয়েছে, তা গুণে শেষ করা যাবে না। আর তৈরি হয়েছে বলিউডের ইতিহাসের একাধিক কালজয়ী গান।

সরোজ খানের শেখানো ছন্দে নেছেছেন বলিউডের একাধিক নামী অভিনেত্রী। সেই তালিকায় নাম রয়েছে, মাধুরী, শ্রীদেবী, রেখার (Rekha) মতো অভিনেত্রীদের। তবে অনুরাগীরা হয়তো জানেন, একটি গান সম্পূর্ণ তৈরি করতে লাগে অনেক পরিশ্রম, থাকে অনেক অজানা গল্প। আর বলিপাড়ায় তো এমন ভুরি ভুরি কাহিনী রয়েছে।

Saroj Khan

এমনই একটি কাহিনী হল, সরোজ খান এবং রেখার প্রকাশ্যে ঝগড়ার কাহিনী! শোনা যায়, ‘শেষনাগ’ ছবির একটি গানের কোরিয়োগ্রাফির সময় চরমে উঠেছিল দুই তারকা ঝামেলা। আর সেই সময় সরোজের এক কথায় নাকি অঝোরে কেঁদে ফেলেছিলেন নায়িকা।

When an argument with Saroj Khan left Rekha in tears

শোনা যায়, ‘শেষনাগ’ ছবির সেই গানের শ্যুটিংয়ের আগে রেখাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য পরপর তিন দিন ডেকে পাঠিয়েছিলেন সরোজ। কিন্তু নায়িকা নানান কারণ দেখিয়ে আসছিলেন না। এই করতে করতে শ্যুটিংয়ের দিন এসে যায়। সেদিন অভিনেত্রী জানান, তিনি শ্যুটিং করতে পারবেন না। কারণ তাঁর শরীর খারাপ। আর এতেই বেজায় চটে যান বলিপাড়ার নামী কোরিওগ্রাফার ।

Rekha

এরপর কোনও রাখঢাক না করে সরোজ রেখাকে জিজ্ঞেস করেন, তাঁর সঙ্গে কাজ করায় অভিনেত্রীর কোনও সমস্যা রয়েছে কিনা। যদি থেকে থাকে তাহলে তাঁকে যেন সরাসরি জানানো হয়। নাহলে তিনি কাজ ছেড়ে চলে যাবেন।

এরপরই তিনি দেখেন, রেখার দু’চোখ ভর্তি জন। কোরিয়োগ্রাফারের কথা শুনে কেঁদে ফেলেছেন নায়িকা। যা দেখে নির্লিপ্তভাবে সরোজ তাঁকে বলেন, ‘আমার মনে হয় না আমি কিছু খারাপ কথা বলেছি, তবে আমার মতে আপনার আজ শ্যুটিং করা উচিত’। একথা শুনে নাকি চুপচাপ তৈরি হতে চলে গিয়েছিলেন নায়িকা। বহু বছর পর সরোজকে একবার রেখার সঙ্গে তাঁর সম্পর্ক প্রসঙ্গে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তখন বলিপাড়ার নামী কোরিওগ্রাফার  জানিয়েছিলেন, অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ভালোই আছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥