বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে ( Akshay Kumar ) কে না চেনে। যে কোনো চরিত্রেই অভিনয়ে তার স্বাবলম্বিতা রয়েছে যথেষ্ট। হাসির ছবি থেকে অ্যাকশন সবেতেই বেশ জনপিয় অক্ষয় কুমার। অক্ষয় কুমার পৃথিবীর সবথেকে ধনী ও সবচেয়ে বেশি রোজগেরে অভিনেতাদের মধ্যে অন্যতম।
অভিনেতা অক্ষয় কুমার তামিল সুপারস্টার রজনীকান্তের ( Rajnikant ) সাথেও রোবট ২.০ ছবিতে কাজ করেছেন। যেখানে অক্ষয় কুমারকে ভিলেন এর চরিত্রে দেখা গিয়েছিল।অক্ষয় কুমার রজনীকান্তের সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, “আমি অবাক হয়ে গিয়েছিলাম যখন রজনীকান্ত স্যার তার ছবি “বাবা ( Baba ) “ব্যবসাহিকভাবে হিট না হওয়ার জন্য সমস্ত ডিস্ট্রিবিউটরদের টাকা ফেরত দিয়েছিলেন। এটা তিনি যে সুপারস্টার তার সবথেকে বড় প্রমান। ”
রজনীকান্ত সম্পর্কে তিনি আরো বলেন, “রজনীকান্ত সুপারস্টার নন, তিনি তো গোটা ছায়াপথ ( Galaxy )। তার সিগারেটে ধরানো থেকে স্টাইল সমস্ত কিছুতেই সোয়াগ আছে।” এগুলি অক্ষয় কুমার রোবট ২.০ এর টিজারের লঞ্চের সময় বলে ছিলেন।
অক্ষয় কুমার বলেন তিনি তার দীর্ঘ ২৫ বছরের বলিউড ইন্ডাস্ট্রিতে কখনোই মেকআপ রাখেননি। তবে রোবট ২.০ (Robot 2.0 ) ছবিটির জন্য তার সেই দীর্ঘ ২৫ বছরের যা বাকি ছিল তা মিটে গেছে। আসলে ছবিতে অক্ষয় ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন যার জন্য প্রতিদিন ৩ ঘন্টা সময় লাগত মেকআপ করতে। এরপর ১ ঘন্টা সময় লাগতো মেকআপ তোলার জন্য। এই মেকআপ করার সময় অক্ষয় নাকি প্রচুর সিনেমা দেখেছিলেন। অক্ষয় ধৈর্যশীল ছিলেন তবে এই ছবি তার ধৈর্য শক্তি আরো বাড়িয়ে দিয়েছে।
অক্ষয় কুমার পরিচালক শঙ্কর জিকে ও সুপারস্টার রজনীকান্তকে ধন্যবাদ জানিয়েছিলেন তাকে ছবিতে অভিনয়ের সুযোগ দেবার জন্য।সাথে অক্ষয় বলেন যে তিনি নিজেই অবাক হয়ে গেছিলেন শুনে যে ছবিটির জন্য তাকে বেঁচে নেওয়া হয়েছে। রজনীকান্তের সাথে অক্ষয়কুমারের করা ছবি রোবট ২.০ বক্স অফিসে দারুন হয় ও ভালো ব্যবসা করেছিল।