• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের ১৫ বছর পরও সুখের সংসার অভিষেক-ঐশ্বর্যের, সুখী দাম্পত্যের সিক্রেট ফাঁস করলেন মিসেস বচ্চন

প্রাক্তন ‘মিস ওয়ার্ল্ড’ (Miss World) ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) বলিউডে পা রেখেছিলেন নব্বইয়ের দশকে। কয়েক বছরের মধ্যেই ইন্ডাস্ট্রির অন্যতম সেরা নায়িকার শিরোপা অর্জন করে নিয়েছিলেন তিনি। বলিউডের একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন এই সুন্দরী নায়িকা। সারা বিশ্বে কোটি কোটি অনুরাগী রয়েছে অ্যাশের।

অভিনেত্রীর কাজ ছাড়াও আরও একটি যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়, তা হল অভিনেতা অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) সঙ্গে তাঁর সুখী দাম্পত্যের সিক্রেট। বিয়ের ১৫ বছর পরেও তাঁদের মধ্যে ভালোবাসা কমেনি। বরং তা যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে।

   

Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan

বলিউডের ‘পাওয়ার কাপল’দের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয় অভিষেক এবং ঐশ্বর্যকে। তাঁদের রসায়ন, বোঝাপড়া দেখার মতো। ঐশ্বর্য প্রকাশ্যে বহুবার অভিষেকের প্রশংসা করেছেন। বলি অভিনেতাও স্ত্রীয়ের প্রশংসায় পঞ্চমুখ।

২০১৬ সালে একবার অভিষেক এবং ঐশ্বর্যকে একবার তাঁদের সুখী দাম্পত্যের ‘সিক্রেট’ (Marital advice) জিজ্ঞেস করা হয়েছিল। যে প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘বিশ্বাস রাখবেন। হৃদয়, মস্তিষ্ক এবং আত্মা দিয়ে বিশ্বাস করবেন। শরীর এমনিই তা অনুসরণ করবে। নিজের সঙ্গে সৎ থাকবেন। মনে রাখবেন আপনিই আপনার প্রিয় বন্ধু। সবকিছু সত্যি মনে করে গ্রহণ করবেন এবং দেখবেন সারা জীবন ভালোলাগবে’।

Aishwarya Rai Bachchan

জুনিয়র বচ্চন এই প্রসঙ্গে বলেন, ‘বিয়ে সম্বন্ধে যা ধারণা রয়েছে, সবটাই তাই এবং তার চেয়েও বেশি। যারা ঘৃণা করে তাঁদের বিশ্বাস করবেন না। মানুষ বিয়ে নিয়ে অনেক মজা করেন এবং এখন মানুষ তাই ভাবেন। কিন্তু বিয়ে খুব মজার। এটা করা উচিত। তবে সঙ্গীর বিষয়ে ৫০০ শতাংশ নিশ্চিত হবেন। যদি একটুও সন্দেহ থাকে, একটুও অবিশ্বাস থাকে করবেন না’।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্বামী অভিষেকের সঙ্গে ফের কাজ করা নিয়ে মুখ খুলেছিলেন ঐশ্বর্য। একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় অভিনেত্রী বলেন, ‘এটা হওয়া উচিত’। নায়িকার আশা, তাঁর এবং অভিষেকের জন্য একটি ‘ড্রিম প্রোজেক্ট’ কেউ ঠিক তৈরি করবেন।