• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সস্তায় চমৎকার! উজ্জ্বল ও দাগহীন ত্বকের জন্য ব্যবহার করুন আটার ফেসপ্যাক

Updated on:

Facepack

রূপচর্চার জন্য আমরা কতকিছুই না করে থাকি! অথচ হাজারো দামি প্রোডাক্ট ব্যবহার করেও সেই হারিয়ে যাওয়া জেল্লা বা সৌন্দর্য ফিরে পাওয়া যায় না। তাছাড়া কেমিক্যাল ব্যবহারের ফলে লাভের বদলে ক্ষতিও হয় অনেক সময়। অথচ পুরোনো দিনে কোনো কেমিক্যাল ব্যবহার ছাড়াই অনেক বেশি উজ্জ্বল থাকত ত্বক। আগেকার দিনের মহিলারা তাহলে কি করতেন নিজেদের রূপচর্চার জন্য? এর উত্তর লুকিয়ে আছে বাড়িতেই। ভারতের অনেকেই রাতে রুটি খান আর এই রুটি তৈরির ব্যবহার হয় আটা (Wheat)। এই আটা দিয়েই হতে পারে রূপচর্চা।

অনেকেই হয়তো শুনে ভাবছেন যে তাহলে সত্যি মেয়েদের মুখে আটা মাখতে হবে! আসলে আটা দিয়ে কিন্তু সত্যি রূপচর্চা করা সম্ভব। আর আজকে আটার ফেস প্যাক (Wheat Face Pack) বানানোর উপায় গুলিই আপনাদের জানাবো। খুব সহজেই আর অনেক সস্তায় এই ফেস প্যাক তৈরী করে ব্যবহার করা যায়। যেটা আপনার ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।

দই মধু আর আটা দিয়ে ফেস প্যাক

lifestyle,লাইফস্টাইল,রূপচর্চা,ত্বকের যত্ন,skin care,wheat,facepack,wheat face pack for clear and glowing skin,আটার ফেসপ্যাক

  • একটি পাত্রে আটা মধু আর দই একত্রে ভালো করে মিশিয়ে নিন। প্রয়োজনে অল্প একটু জল নিতে পারেন।
  • এবার সেই মিশ্রণটি মুখে ভালো করে ফেস প্যাকের মত করে লাগিয়ে নিতে হবে।
  • এরপর ১৫-২০ মিনিট অপেক্ষা করে জল দিয়ে ধুয়ে নিতে হবে।

আটা ও দুধের ফেস প্যাক

lifestyle,লাইফস্টাইল,রূপচর্চা,ত্বকের যত্ন,skin care,wheat,facepack,wheat face pack for clear and glowing skin,আটার ফেসপ্যাক

  • একটি পাত্রে আটা আর দুধ একত্রে ভালো করে মিশিয়ে নিন।
  • এবার সেই মিশ্রণটি মুখে ভালো করে ফেস প্যাকের মত করে লাগিয়ে নিন।
  • এরপর ১০-১৫ মিনিট অপেক্ষা করে জল দিয়ে ধুয়ে নিতে হবে।

আটা গোলাপজল আর দুধের ফেস প্যাক 

lifestyle,লাইফস্টাইল,রূপচর্চা,ত্বকের যত্ন,skin care,wheat,facepack,wheat face pack for clear and glowing skin,আটার ফেসপ্যাক

  • একটি পাত্রে আটা ও গোলাপজল নিয়ে একটি ফেস প্যাকের মত মিশ্রণ বানিয়ে নিতে হবে।
  • এবার সেই মিশ্রণটি মুখে ভালো করে ফেস প্যাকের মত করে ম্যাসাজ লাগিয়ে নিতে হবে।
  • এরপর ১৫-২০ মিনিট অপেক্ষা করে জল দিয়ে ধুয়ে নিতে হবে।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥