সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম WhasaApp প্রায় প্রতিটা স্মার্টফোনেই রয়েছে। চ্যাটিং থেকে শুরু করে কাজ সবেতেই হোয়াটস্যাপ আজ বেশ গুরুত্বপূর্ন। আজ চ্যাটিং ছাড়াও ভয়েস কলিং থেকে শুরু করে ভিডিও ক্যালিং পর্যন্ত করা যায় হোয়াটস্যাপ থেকে। স্মার্টফোন তো বটেই কাজের সুবিধার্থে হোয়াটসাপের ডেস্কটপ ভার্শনও বেশ প্রচলিত। কিন্তু স্মার্টফোনের সমস্ত সুবিধা হোয়াটসাপের ডেস্কটপ ভার্শনে উপলব্ধ নেই। যার কারণে অখুশি অনেকেই।
স্মার্টফোনে থাকা হোয়াটস্যাপ থেকে খুব সহজেই ভয়েস কলিং ও ভিডিও কলিং করা যায়। কিন্তু Whatsapp এর পিসি ভার্শনে তা নেই। তবে, আর বেশি দিন নয়, খুব শীঘ্রই ইউজারদের জন্য ডেস্কটপেও ভয়েস কলিং ও ভিডিও কলিং এর সুবিধা আন্তে চলেছে WhatsApp। এই সুবিধাটির জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিল হোয়াটসাপের গ্রাহকেরা।
এর আগে অক্টোবর মাসে WABetaInfo এর দেওয়া তথ্যানুযায়ী হোয়াটস্যাপ ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য এই সুবিধা আনার কথা জানানো হয়েছিল। সে সময় একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছিল যেখানে ভয়েস ও ভিডিও কলিং এর অপশন দেখা যাচ্ছিলো।
তবে, যেমনটা জানা যাচ্ছে বিটা ভার্শনে পাওয়া যাবে এই নতুন ফিচার দুটি অর্থাৎ পুরোপুরি ভাবে সমস্ত ইউজারদের এই ফিচারগুলি পেতে আরো কিছু সময় লাগবে। তবে, মার্কিন টেকনোলজিস্ট আলেক্স হার্ন একটি হোয়াটস্যাপ বিটা ভার্শনের ছবি শেয়ার করেছেন যেখানে ভয়েস ও ভিডিও কলিং এর অপশন দেখা যাচ্ছে। সম্প্রতি পাওয়া তথ্যানুযায়ী, আগামী সপ্তাহ থেকেই হোয়াটসাপের বিটা ভার্শনের ইউজাররা ভয়েস ও ভিডিও কলিং এর সুবিধা পাবেন।