• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

WhatsApp ইউজারদের জন্য দারুন খবর! শীঘ্রই আসছে মাল্টি-ডিভাইস সাপোর্ট ফিচার

জনপ্রিয়  সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ ( WhatsApp )। বছরের শুরুতেই অ্যাপের প্রাইভেসি পলিসিতে কিছু বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের জেরে বিশাল বিতর্কের মুখে পড়েছে Whatsapp। বর্তমানে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মালিকানাধীন। প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ, কিন্তু এবার প্রাইভেসি পলিসি আপডেট করে যেন কালো মেঘের দেখা পেয়েছে হোয়াটসঅ্যাপ।

তবে, সম্প্রতি এমন একটি খবর আসছে, যা হয়তো কিছুটা আসার আলো দেখাচ্ছে! জানা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপে আস্তে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত মাল্টি ডিভাইস সাপোর্ট (Multi Device Support)। অর্থাৎ একই সাথে একাধিক ডিভাইসে চালানো যাবে একটি হোয়াটসঅ্যাপ। এতদিন একই নাম্বার দিয়ে একটি মোবাইলে ও ওয়েব ভার্শনে খোলা যেত হোয়াটসঅ্যাপ। কিন্তু চাইলেও একাধিক ফোনে বা ডিভাইসে একই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যেত না। কিন্তু এবার সেই  সুবিধা পেতে চলেছে ইউজাররা।

   

WhastApp হোয়াটসঅ্যাপ

যেমনটা জানা যাচ্ছে, বিগত ছয় মাসেরও বেশি সময় ধরে এই ফিচারটি নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যেই WABetaInfo তে এই আসন্ন ফিচারটি নিয়ে  অনেক তথ্য প্রকাশ পেয়েছে।  সেখানে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ বিটা ভার্শনে (২.২১.১.১)  এই ফিচারটি উপলব্ধ রয়েছে টেস্টিং এর জন্য। সাথে গত মাসেই জানা গিয়েছিল যে একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালু হলে কিভাবে ভয়েস ও ভিডিও কলিং এর মত ফিচারগুলো কিভাবে কাজ করবে সেই নিয়ে  চলছে পরীক্ষা নিরীক্ষা।

whatsapp হোয়াটসঅ্যাপ

সুতরাং বোঝাই যাচ্ছে, হয়তো খুব শীঘ্রই সমস্ত ইউজারদের জন্যই উপলব্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ এর মাল্টি ডিভাইস সাপোর্ট ফিচারটি। এই ফিচারটির জন্য বহু দিন ধরেই অপেক্ষা করে আছেন  অনেকেই। আর এই ফিচারটি লঞ্চ হলে, বর্তমানে হোয়াটসঅ্যাপ যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তার থেকেও খানিক নিস্তার পাবে।

site