• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বছর শেষে দুঃসংবাদ! আপনার ফোন থেকেও উড়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ

ফোন হোয়াটস্যাপ ইউস করছেন, তাহলে জেনে নিন হোয়াটসাপের (Whatsapp) কিছু নতুন নিয়ম। নাহলে হয়তো বছরের শেষে আপনার ফোন নাও চলতে পারে হোয়াটস্যাপ। ঠিকই শুনেছেন বছরের শেষে ফোন নাও চলতে পারে হোয়াটস্যাপ। আসলে প্রতিবছরই আপ্লিকেশনটি তাদের ব্যবহারকারীদের সুবিধার্থে ও তাদের প্রয়োজনে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসে। যার ফলে যারা হোয়াটসাপের পুরোনো ভার্সন ব্যবহার করেন তাদের বাধ্যতামূলক ভাবে আপ্লিকেশনটি আপডেট করতে হয়, নাহলে বন্ধ হয়ে যায় হোয়াটসআপ। এবছর একই ভাবে হোয়াটস্যাপ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে তার ব্যবহারকারীদের জন্য।

   

আপনি যদি হোয়াটস আপ ব্যবহার করেন এবং তা আপডেট না করে থাকেন,তাহলে নতুক আপডেটের পর বেমানান হয়ে যেতে পারে অ্যাপটি। যার ফলে তা কিছু ডিভাইসে কাজ করা বন্ধ করে দিতে পারে।

ইতিমধ্যেই কিছু পুরোনো এন্ড্রয়ড ও আইওএস ডিভাইসে কাজ করা বন্ধ করে দিয়েছে হোয়াটস্যাপ।

স্যামসাঙ গ্যালাক্সী এস ২( Samsung Galaxy  S2), আইফোন ৪ এস ( iPhone 4 s), আইফোন ৫( iPhone 5), মটোরোলা ড্রোয়েড রেজর( Motorola Droid Razr), এলজি অপ্টিমাস( LG Optimus), এইচটিসি ডিজায়ার( HTC Desire), আইফোন ৫ সি ( iPhone 5 C) ও আইফোন ৫ এস ( iPhone 5 S) এই ডিভাইস গুলিতে বন্ধ হতে চলেছে হোয়াটস্যাপ।

তাই আপনার ফোন যদি হয় এদের মধ্যে একটি, বছর শেষে বিদায় জানতে হতে পারে হোয়াটসআপকে।