• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হোয়াটস্যাপ ওয়েব ভার্শনে আসতে চলেছে দুর্দান্ত এই সুবিধা! জেনে নিন কিভাবে পাবেন ..

Updated on:

দুই ব্যক্তির মধ্যে চ্যাটের জন্য বেশ জনপ্রিয় হোয়াটস্যাপ ( Whatsapp )। এই কোম্পানি নিজেদের ইউজারদের কথা মাথায় রেখে প্রতিনিয়ত  নতুন নতুন সুবিধা এনে থাকে। যাতে হোয়াটসাপের গ্রাহকরা আরো সাচ্ছন্দে আপ্লিকেশনটি ইউস করতে পারে। একই ভাবে এবার হোয়াটস্যাপ নিয়ে এল আরো একটি সুবিধা।

 

 

এখন শুধু মোবাইলেই সীমিত নেই হোয়াটস্যাপ ইউজারদের সুবিধার্থে অনেকদিন আগেই ডেস্কটপ ( Desktop ) বা পিসিতে চালানোর মোট হোয়াটসআপ ওয়েব ( Whatsapp Web) পরিষেবা চালু হয়েছে। তবে, মোবাইলের মত চ্যাট করা গেলেও ডেস্কটপ বা পিসি দিয়ে হোয়াটসআপ করলে ভয়েস কলিং বা ভিডিও কলিং এর সুবিধাটি হোয়াটস্যাপ ওয়েবের ক্ষেত্রে এতদিন উপলব্ধ ছিল না। এপর্যন্ত শুধু মাত্র মোবাইলে হোয়াটস্যাপ ব্যবহারকারিরাই এই ভয়েস ক্যালিং ও ভিডিও কলিং এর সুবিধা পেতেন।

এবার এই দুর্দান্ত ফিচারগুলি আস্তে চলেছে হোয়াটস্যাপ ওয়েব ভার্শনেও। ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে এই ফিচারগুলি ডেস্কটপ বা পিসি ভার্শনেও আনা হচ্ছে শীঘ্রই। সম্প্রতি, হোয়াটস্যাপ একটি WABetainfo নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। দেখে যা বোঝা যাচ্ছে সেখানে হোয়াটস্যাপ তার ডেস্কটপ ভার্শন বা হোয়াটস্যাপ ওয়েব ভার্শনে ভয়েস কলিং ( Voice Calling ) ও ভিডিও কলিং (  Video Calling) এর মত সুবিধা গুলি আনার কথা বলেছে। তবে সকলের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না। প্রাথমিক ভাবে এটি বিটা ভার্শন ( Beta Version )ইউজারদের ব্যবহার যোগ্য হবে।

 

 

প্রতিবেদনে একটি হোয়াটস্যাপ ওয়েবের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে হোয়াটস্যাপ ওয়েব ব্যবহার করা কালীন ইনকামিং কল এর জন্য  একটি  পপ আপ ভেসে উঠেছে। সেখানে কল রিসিভ বা কল প্রত্যাখ্যানেই নির্দিষ্ট অপশন রয়েছে। এছাড়াও থাকছে ইগনোর করার অপশন। এর থেকে বোঝাই যাই যে হয়তো আগামী দিনে হোয়াটসাপের পরবর্তী আপডেটের পরে আমরা হোয়াটসাপের ওয়েব ভার্শনে ভয়েস ও ভিডিও কলিং এর সুবিধাও পেয়ে যাবো।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥