প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ছেলে তৃষাণজিৎ (Trishanjit Chatterjee) টলিউডের (Tollywood) জনপ্রিয় তারকাসন্তানদের মধ্যে একজন। আর হবে নাই বা কেন! বাবা খোদ ইন্ডাস্ট্রি, ঠাকুরদা ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা। শুধু তাই নয়, তৃষাণজিতের মা অর্পিতা চট্টোপাধ্যায়ও (Arpita Chatterjee) একজন নামী অভিনেত্রী। সব মিলিয়ে, ছোট থেকেই অভিনয়ের আবহে বড় হয়েছেন তিনি।
উত্তম কুমার পরবর্তী সময়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে তুলে এগিয়ে নিয়ে গিয়েছিলেন প্রসেনজিৎ। তবে দর্শকরা এখন বুম্বাদার ছেলের ডেবিউ দেখার অপেক্ষায় রয়েছেন। বাবার মতোই সুদর্শন, হ্যান্ডসাম তৃষাণজিৎ একদিন টলিউড কাঁপাবে এই ভবিষ্যৎদ্বাণী করেছেন অনেকেই। তবে মিশুক নিজে কী চায়?
বিনোদন ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা সন্তান (Star Kid) রয়েছেন যারা বাবা-মায়ের দেখানো পথে হেঁটে অভিনয় দুনিয়ায় পা রেখেছেন। প্রসেনজিতের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ও একজন নামী অভিনেতা। তাহলে কি তৃষাণজিৎও বাবা-ঠাকুরদার দেখানো পথেই হাঁটবেন? এই বিষয়ে মুখ খুলেছিলেন বুম্বাদার স্ত্রী।
অর্পিতা বলেন, তাঁদের ছেলে একজন পেশাদার ফুটবলার হতে চান। বাবা-মা অভিনয় দুনিয়ার অংশ বলেই সন্তানকেও সেই কেরিয়ার বেছে নিতে হবে তার কোনও মানে নেই। প্রসেনজিৎ-পত্নীর কথায়, এখনকার তরুণ প্রজন্ম অনেক বেশি পরিণত। জীবনে তাঁদের কী চাই না চাই সেই বিষয়ে স্পষ্ট ধারণা রয়েছে। তৃষাণজিৎ যদি ফুটবলকেই পেশা হিসেবে বেছে নেন তাহলে বাংলা কিন্তু একজন তারকা ফুটবলার পেতে চলেছে।
প্রসেনজিৎ নিজেও এই বিষয়ে একবার মুখ খুলেছিলেন। অভিনেতা বলেছিলেন, মিশুক এখনও পড়াশোনা করছে। ভবিষ্যতে কেরিয়ারে হিসেবে সে অভিনয়কে বেছে নেবে কিনা তা এখনও ভাবেনি। বরং ফুটবল খেলার প্রতি বিরাট ঝোঁক রয়েছে তাঁর। আর্জেন্টিনা ফুটবল দল এবং লিওনেল মেসির অন্ধভক্ত বুম্বাদার ছেলে। বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকাকে রীতিমতো ঈশ্বরের মতো পুজো করেন তিনি।
View this post on Instagram
বুম্বাদার সংযোজন, তৃষাণজিতের বয়স এখন মাত্র ১৮। আর ২ বছর যাক। এরপর এসব বিষয়ে ভাবনাচিন্তা করবে। তবে অভিনেতা কিছুটা নিশ্চিত, তাঁর মতোই ছেলে অভিনয় দুনিয়ায় পা রাখবে। বুম্বাদার কথায়, ছেলের মধ্যে অভিনেতা হওয়ার আভাস তিনি পেয়েছেন।