বলিউডের বক্স অফিসের ইতিহাসে একের পর এক রেকর্ড তৈরি করে চলেছি ‘দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files)’। বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা ছবি নিয়ে নিজেদের মন্তব্য রেখেছেন ইতিমধ্যেই। তবে সুপারস্টার হলেও বলিউডের ভাইজান সালমান খান (Salman Khan) এপর্যন্ত কাশ্মীর ফাইলস নিয়ে কোনো মন্তব্য করেননি। যার জেরে অনেকেই নিন্দা করতে শুরু করেছিল তার নামে। তবে সম্প্রতি কাশ্মীর ফাইলস নিয়ে সালমান খানের মন্তব্য প্রকাশ্যে এসেছে।
কাশ্মীর ফাইলস দেখে ফেলেছেন ভাইজান। ছবিটি দেখার পরেই নিজের প্রতিক্রিয়া জানাতে সোজা ফোন লাগিয়েছিলেন অভিনেতা অনুপম খেরকে (Anupam Kher)। এরপর ব্যক্তিগতভাবেই ফোন করে ছবির প্রশংসা করেছেন ভাইজান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন তথ্য তুলে ধরলেন কাশ্মীর ফাইলস অভিনেতা অনুপম খের।
সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে কিছুই অনুপম জানিয়েছেন ইন্ডাস্ট্রির বহু অভিনেতারা তাঁকে ব্যক্তিগতভাবে ফোন করে ছবির জন্য প্রশংসা করেছেন। আর সেই সময়ই সালমানের নাম প্রকাশ্যে আনেন তিনি। তবে ব্যক্তিগতভাবে অনুপম কে ফোন করে ছবির প্রশংসা করলেও সোশ্যাল মিডিয়াতে এ পর্যন্ত তাসমিন ফাইলস নিয়ে কোনো রকম মন্তব্য করেননি সালমান খান।
অনুপম খেরের মতে, ‘বলিউড বা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি আসলে অবাক হয়ে গিয়েছে। যার কারণ এমনটা কখনো হয়নি। যখনই কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে তখন অদ্ভুত প্রতিক্রিয়াও মিলেছে। যেমন ‘শোলে’ যখন তৈরী হয়েছিল তখন রমেশ সিপ্পি নিজে আমায় বলেছিলেন, ছবিটা নাকি শুরুর তিন সপ্তাহ চলেই নি। কারণ তখন কেউ ভাবতেও পারেনি যে এদেশে এই ধরণের হাকবিও তৈরী হতে পারে। কিন্তু পরবর্তী কালে সেই ছবিই ঐতিহাসিক ছবিতে পরিণত হয়েছে।
দ্য কাশ্মীর ফাইলসের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে, শুরুতে মুখ বেঁকিয়ে রেখেছিল বলিউড। ট্রাজেডি নিয়ে তৈরী গোটা একটা ছবি, যেখানে মৃত্যুর আর কান্নার কাহিনী তুলে ধরা হয়েছে। সেই ছবি যে এতটা সফল হয়ে যেতে পারে এটা কেউই ভাবতে পারেননি। এই কারণেই এখনো অনেকে ঘোরের মধ্যে রয়েছেন, তাই মুখে কুলুপ আঁটা রয়েছে অনেকেরই।