• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সারেগামাপা বিজেতা হয়ে ক্ষনিকের খ্যাতি, তারপর? কোথায় হারিয়ে গেল প্রাক্তন বিজয়ীরা?

Published on:

What Sa Re Ga Ma Pa old season winner Arkadeep Ankita and Jeemut doing now

গত রবিবার পথচলা শেষ হয়েছে ‘সারেগামাপা ২০২৩’এর (SaReGaMaPa 2023)। সকলকে হারিয়ে বিজয়ীর খেতাব জিতেছে পদ্মপলাশ হালদার (Padma Palash Halder) এবং অস্মিতা কর (Ashmita Kar)। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এখন তাঁদের নিয়ে নেটিজেনদের মাতামাতি চোখে পড়বে। আর সেই সঙ্গেই অনেকের মনে উঠে আসছে জনপ্রিয় এই রিয়্যালিটি শোয়ের প্রাক্তন বিজয়ীদের কথা। এখন কোথায় আছেন তাঁরা? কীভাবে দিন কাটাচ্ছেন?- অনেকের মনেই উঁকি দিচ্ছে এই প্রশ্ন। আজকের এই প্রতিবেদনে ‘সারেগামাপা’র প্রাক্তন বিজয়ীদের (SaReGaMaPa winners) খোঁজই তুলে ধরা হল।

অঙ্কিতা ভট্টাচার্য (Ankita Bhattacharya)- ‘সারেগামাপা ২০১৯’এর চ্যাম্পিয়ন হয়েছিলেন অঙ্কিতা। গত ৭ বছর ধরে রথীজিৎ ভট্টাচার্যের কাছে গান শিখছেন তিনি। জানিয়ে রাখি, ইতিমধ্যেই সিরিয়াল, সিনেমা, অ্যালবাম মিলিয়ে বেশ কিছু প্রোজেক্টে কাজ করে ফেলেছেন অঙ্কিতা। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙা বউ’এর টাইটেল ট্র্যাকও তাঁরই গাওয়া। এছাড়াও অঙ্কিতার গাওয়া ‘কমলা সুন্দরী’ গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল।

Ankita Bhattacharya

অর্কদীপ মিশ্র (Arkadeep Mishra)- ‘সারেগামাপা ২০২১’এর বিজয়ী হয়েছিলেন অর্কদীপ। ইমন চক্রবর্তী ছিলেন তাঁর মেন্টর। যদিও সেই কারণে অর্কদীপ জয়ী হওয়ার পর উঠেছিল পক্ষপাতিত্বের অভিযোগ। তবে নিন্দুকদের মুখে ঝামা ঘষে অর্কদীপ এখন নিজের কেরিয়ারের দারুণ পর্যায়ে রয়েছেন।

Arkadeep Mishra

‘বৌদি ক্যান্টিন’, ‘সীমান্ত’র মতো ছবিতে গান গেয়েছেন তিনি। এছাড়াও ‘বন্দেমাতরম তুমি মা’ নামক মিউজিক অ্যালবামের সদস্য অর্কদীপ। জানিয়ে রাখি, সিনেমায় গানের পাশাপাশি একাধিক অনুষ্ঠান ও মাচা শো করছেন তিনি।

জীমূত রায় (Jimut Roy)- ২০১৮ সালে ‘সারেগামাপা’র চ্যাম্পিয়ন হয়েছিলেন জীমূত। জানিয়ে রাখি, প্রতিভাবান এই সঙ্গীতশিল্পী এখন কেরিয়ারের দারুণ পর্যায়ে রয়েছেন। ‘আয় খুকু আয়’, ‘তানসেনের তানপুরা’র মতো ছবিতে গান গেয়েছেন জীমূত।

Jimut Roy

যদিও শুধুমাত্র সিনেমাই নয়, ‘সারেগামাপা ২০১৮’র বিজেতা ‘রানী রাসমণি’ ধারাবাহিকেও গান গেয়েছেন। পাশাপাশি ‘রুদ্রবীনের অভিশাপ’ ওয়েব সিরিজে কাঁচ ভাঙার গানের জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছেন জীমূত। জানিয়ে রাখি, তিনি কিন্তু শুধুমাত্র দেশে নয়, বরং বিদেশেও কনসার্ট করেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥