• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুশান্ত মামলায় জামিন পেতেই জেলের ভেতর নাচ! এতদিনে ফাঁস হল রিয়ার শ্রীঘরে শেষ দিনের কীর্তিকলাপ

Updated on:

What Rhea Chakraborty did on her last day in Jail revealed

২০২০ সালের ১৪ জুন, এই একটি দিন যে কত জীবন বদলে দিয়েছিল তা হয়তো গুনে শেষ করা যাবে না। এইদিনেই আত্মহননের পথে বেছে নিয়েছিলেন বলিউডের (Bollywood) নামী অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। আর সেই সঙ্গেই বদলে গিয়েছিল তাঁর তৎকালীন প্রেমিকা তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) জীবন।

সুশান্তের আত্মহত্যার খবর পাওয়ার পর থেকেই রিয়াকে নিয়ে নানান জল্পনা কল্পনা শুরু হয়েছিল। এমনকি তিনিই অভিনেতাকে ‘খুন’ করেছেন উঠেছিল এমন অভিযোগও। পাশাপাশি অনেকে এও দাবি করেছিলেন যে রিয়ার সঙ্গে সুশান্তের সম্পর্ক ছিল স্রেফ মাদক লেনদেনের! এমনই বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল বলি সুন্দরীকে।

Do you know how Bollywood actress Rhea Chakraborty spent her last day in the jail

এসবের মাঝেই মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) জেরার মুখোমুখিও হতে হয় রিয়াকে। তাঁর উত্তরে অসংলগ্নতা থাকায় ৫০ দিনের জন্য জেল যাত্রাও হয়েছিল। মাত্র কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ বদলে যায় রিয়ার জীবন। বলিউডের গ্ল্যামার থেকে সোজা জেলের অন্ধকার জীবন। কীভাবে কাটিয়েছিলেন সেই দিনগুলি?

Rhea Chakraborty

এর আগে রিয়ার জেলের মধ্যে ভেঙে পড়া থেকে শুরু করে ডায়েট, এমন নানান খবর সামনে এসেছে। তবে এবার অভিনেত্রীর জেলের ভেতরকার দিনগুলি নিয়ে মুখ খুলেছেন মানবাধিকার আইনজীবী সুধা ভরদ্বাজ। জানিয়ে রাখি, সুধাকে ভীমা কোরেগাঁও মামলায় UAPA আইনের অধীন গেফতার করা হয়েছিল।

Rhea Chakraborty

সুধা বলেন, ‘সংবাদমাধ্যমে সুশান্ত সিং রাজপুতের মামলা চলেই যাচ্ছিল। সত্যিই সেটা পাগল করে দেওয়ার মতো ছিল। সেই সময় আমরা বলতাম রিয়াকে বলির পাঁঠা করা হয়েছে। আমরা সেটার সঙ্গে খুবই অখুশি ছিলাম। আমি খুব খুশি যে ওঁকে মূল ব্যারাকে না নিয়ে এসে একটি বিশেষ সেলে রাখা হয়েছিল। আমার মনে হয় সারাক্ষণ টিভি চলত বলেই এই কাজ করা হয়েছিল। সব সময় নিজের মামলার বিষয়ে শোনা ওঁর জন্য খুব কষ্টের হতো’।

এরপরই সুধা জানান, রিয়া মানুষ হিসেবে বেশ ভালো। জেলে সবার সঙ্গে হাসিমুখে ছিলেন। কারোর সঙ্গে তারকাসুলভ অহংকার দেখিয়ে কোনোদিন ব্যবহার করেননি। সুধার কথায়, ‘ও বাচ্চাদের সঙ্গে বন্ধুর মতো মিশত। প্রথমদিন সবাই বলছিল রিয়া কোথায়? তবে ও কোনোদিন এটা নিয়ে ইস্যু তৈরি করেনি। আর ও যাওয়ার আগে ওঁর অ্যাকাউন্টে কিছু টাকা ছিল। সেই টাকা দিয়ে ও সবার জন্য মিষ্টি আনিয়েছিল। প্রত্যেকে ওঁকে বিদায় জানাতে এসেছিল। এরপর সবাই বলে, রিয়া একটা নাচ’। আর ও সত্যিই সবার সঙ্গে নাচ করেছিল’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥