রোজকার হাজারো ভাইরাল ভিডিওর (Viral Video) ভিড়ে কিছু ভিডিও আলাদা হয়। আজ এমনই একটি ভিডিও দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে। ওই যে কথায় আছে না বাঙালি পারে না এমন কিছু নেই। এই কথাটাই সত্যি করে দেখিয়েছে ভিডিওতে। বাঙালীর অসাধারণ বুদ্ধির নিদর্শন এই ভিডিওটি।
তবে, ভিডিওটি দেখার পূর্বে অবশই বলে নেওয়া উচিত। এবছর করোনা মহামারীর জেরে ঠিক যেভাবে দুর্গাপুজোতে সমস্ত প্যান্ডেল ছিল নো এন্ট্রি তেমনি কালীপূজা ও দীপাবলিতেও একই নিয়ম প্রাণের আদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সাথে একটি জনস্বার্থ মামলার রায়ে হাই কোর্ট এও জানিয়েছে যে এবছর বাজি সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। অর্থাৎ এ বছর দীপাবলীতে কোনোরকম বাজি ফাটানো চলবে না। পুলিশ ও প্রশাসনকে এ বিষয়ে করা নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এবার আসা যাক ভিডিওটির কথায়। মানুষ এমন এক জীব যার অদ্ভুত জিনিস বা কাণ্ডকারখানার প্রতি আকর্ষণ রয়েছে চিরদিনই। বিশেষ করে যদি কোনো জিনিস মণ করা হয় তাহলে তার প্রতি আগ্রহ যেন আরো বেড়ে যায়। এই যেমন প্রতিবছরই তো শব্দ বাজির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। অথচ শব্দ বাজি ঠিকই ফাটে দীপাবলীতে। কিন্তু এবছর করা নির্দেশ বাজি ফাটানো তো দুরস্ত বাজি বিক্রির ওপর রয়েছে করা নিষেধাজ্ঞা। যায় হোক বাজি ফাটানো না হয় বন্ধ কিন্তু বেলুন! সেটা ফাটানো তো আর ব্যান হয়নি।
বাঙালিদের বুদ্ধির নিদর্শন পেশ করে বানিয়ে ফেলেছেন বেলুন বোম (Baloon Bomb)। আসলে বোম ঠিক নয়, এক গুচ্ছ বেলুনই বটে। কিন্তু বেলুন ফাটালে তো শব্দ হয়, সেটাকেই কাজে লাগিয়ে অভিনব উপায়ে তৈরী হয়েছে বেলুন বোমা। একটি সুতোয় অনেক গুলি বেলুন ফুলিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে খানিকটা উঁচু থেকে। তারপরে সুতোয় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুনের তাপে বেলুনগুলি একেরপর এক ফেটে চলেছে। ফলে একেবারে শব্দবাজির মত আওয়াজ হচ্ছে।
মজার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলে ভিডিওটি নিমেষেই ভাইরাল হয়ে পরে। ইতিমধ্যেই ভিডিওতে দর্শক সংখ্যা ছাড়িয়েছে কয়েক হাজারের গন্ডি। রয়েছে প্রচু লাইক ও কমেন্টস। অনেকেই কমেন্টে যে এই কাজটি করেছে তার বুদ্ধির প্রশংসা করেছেন। এবার দেখুন ভিডিওটি :