• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার বাংলায় Brahmastra! রণবীর-আলিয়ার নয় থাকছেন দেব, জিৎ কোয়েলরা, রইল চমকে দেওয়ার মতো কাস্টিং

Published on:

What if Brahmastra was made in tollywood, look at the cast

সদ্য মুক্তি পেয়েছে রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। বক্স অফিসে ঝড় তুলেছে সেই ছবি। অগ্রিম বুকিংয়ের সময় থেকেই দর্শকদের মধ্যে যে ‘ব্রহ্মাস্ত্র’ ক্রেজ দেখা গিয়েছিল, ছবি রিলিজের পরেও কিন্তু বজায় রয়েছে সেটি। তবে ছবিটি দেখার পর অনেক দর্শকদের মনেই প্রশ্ন এসেছে, এই বিগ বাজেট সিনেমা যদি টলিউডে (Tollywood) তৈরি হতো তাহলে কেমন হতো?কারাই বা থাকতেন ছবিতে? আজকের এই প্রতিবেদনে সেই খবরই দেওয়া হল।

শিবা চরিত্রে দেব (Dev as Shiva)- ‘ব্রহ্মাস্ত্র’র নায়ক হলেন শিবা। পেশায় সেই একজন ডিজে। তবে শিবা তাঁর নিজের ক্ষমতা সম্পর্কে একেবারেই অবগত নয়। তাঁর কাছে রয়েছে অগ্নিঅস্ত্র। রণবীর কাপুর অভিনীত শিবা চরিত্রকে কেন্দ্র করেই এগোয় ছবির কাহিনী। তাই এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে টলিউড সুপারস্টার দেবকে।

Dev as Shiva

ঈশা চরিত্রে কোয়েল (Koel as Isha)- ‘ব্রহ্মাস্ত্র’য় শিবার মনের মানুষ ঈশার চরিত্রে অভিনয় করেছেন রণবীরের স্ত্রী আলিয়া ভাট। এই ঈশা চরিত্রের জন্য বেছে নিয়েছি টলি সুন্দরী কোয়েলকে। পর্দায় দেব-কোয়েল জুটি মানেই ছবি সুপারহিট। তাই মুখ্য চরিত্রে থাকবে এই সুপারহিট জুটিই।

Koel as Isha

জুনুন চরিত্রে পাওলি দাম (Paoli as Junoon)- অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমায় জুনুনের চরিত্রে অভিনয় করেছেন মৌনী রায়। ছবিতে দেখানো হয়েছে, ব্রহ্মাস্ত্রর খোঁজে রয়েছে জুনুনও। তবে সে খারাপ কাজে ব্যবহার করতে চায় সেটিকে। অন্ধকারের রানী জুনুনের চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে পাওলি দামকে। জুনুন’এর মতো শক্তিশালী চরিত্রে অভিনেত্রীর অভিনয় দক্ষতা আরও ভালোভাবে বুঝতে পারবেন দর্শকরা।

Paoli as Junoon

গুরুর চরিত্রে টোটা রায় চৌধুরী (Tota as Guru)- রণবীর অভিনীত শিবা চরিত্রের গুরু হিসেবে দেখা গিয়েছিল ‘বিগ বি’ অমিতাভ বচ্চনকে। বলিউড সুপারস্টারের চরিত্রটি ছিল ‘ব্রহ্মাস্ত্র’র নেতার। গুরুর কাছে রয়েছে প্রভাস্ত্র। তাই এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে নামী টলিউড অভিনেতা টোটা রায় চৌধুরীকে। প্রস্থেটিক মেক আপের সাহায্যে টোটাকে এই চরিত্রে কিন্তু বেশ মানাবে।

Tota as Guru

অনীশ চরিত্রে আবীর চ্যাটার্জি (Abir as Anish)- ‘ব্রহ্মাস্ত্র’য় অনীশ চরিত্রে অভিনয় করেছেন সাউথ সুপারস্টার নাগার্জুন। সে একজন আর্টিস্ট এবং ‘ব্রহ্মাংশ’এর সদস্য। অনীশের কাছে রয়েছে নন্দী অস্ত্র। ছবিতে খুব বেশিক্ষণ না থাকলেও তাঁর চরিত্রটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং এমন চরিত্রের জন্য আবীর চ্যাটার্জির মতো দুর্দান্ত অভিনেতা একেবারে যথার্থ।

Abir as Anish

শাহরুখ খানের চরিত্রে জিৎ (Jeet in Shah Rukh Khan’s character)- অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। ছবিতে একজন বৈজ্ঞানিকের চরিত্রে অভিনয় করেছেন ‘কিং খান’। তাঁর কাছে রয়েছে বানরাস্ত্র।

Jeet as Shah Rukh Khan

ছোট অথচ গুরুত্বপূর্ণ এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক জিৎকে। ‘দুই পৃথিবী’র পর ফের একসঙ্গে দেব এবং জিৎ’কে পর্দায় দেখতেও দারুণ লাগবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥