• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুখী দাম্পত্য জীবনের স্বপ্ন দেখেও এই কারণে আলাদা হয়ে গিয়েছিলেন করন জোহর ও একতা কাপুর

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির দুটি পরিচিত নাম হল করন জোহর (Karan Johar) ও একতা কাপুর (Ekta Kapoor)। দুজনেই পরিচালনার জগতে রয়েছেন। তবে মজার বিষয় হল  এখনো পর্যন্ত বিয়ে করেননি। অর্থাৎ করণ জোহর ও একতা কাপুর উভয়েই অবিবাহিত রয়েছেন। একতা কাপুরের বর্তমানে ৪৫ ও করণ জোহর ৪৮ এ রয়েছেন। তবে, অবিবাহিত থাকলেও করণ জোহর সম্প্রতি সারোগেট বাবা হয়েছেন।

   

 

জানা যায় করণ জোহর ও একতা কাপুর দীর্ঘদিন একেঅপরকে ডেট করেছিলেন। তবে, শেষমেশ দুজনের সম্পর্ক ভেঙে গিয়েছিল। দুজনের সম্পর্ক এতটাই গভীর ছিল অনেকেই মনে করতেন যে করণ জোহর ও একতা কাপুর বিয়ে করবেন।

কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ায় তা আর হয়নি। আসলে একসময় এই দুই বিখ্যাত পরিচালককে একসাথে দেখা যেত প্রায়শই। দুজনেই বেশ ভালো বন্ধু ছিলেন, যার ফলে অনেক সময় পার্টি থেকে দিনার দুইজনকে দেখ যেত একত্রে।

এক সাক্ষাৎকারে বিখ্যাত কোরিওগ্রাফার ফারাহ খান দুজনের বিয়ে নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন করণ ও একতার বিয়ে হলে তিনি নিজে সেই বিয়েতে কোরিওগ্রাফি করবেন ও বিয়েতে সবাইকে নাচ শেখাবেন। সংবাদ মাধ্যম ও মিডিয়া রিপোর্ট অনুযায়ী বহুবার শোনা গিয়েছিল যে দুজনেই বন্ধুর থেকে বেশি কিছুতে আগ্রহী। অর্থাৎ একেঅপরকে বিয়ে করতে চান তারা। এমনকি জানা যায় করণ জোহরের মাও নাকি একতা কাপুরকে পছন্দ করতেন। কিন্তু হটাৎই দুজনের সম্পর্কে যেন ছেদ পরে।

দুজনের সম্পর্ক ভেঙে যাওয়ার কোনো সঠিক কারণ পাওয়া যায়নি। তবে, হটাৎ করেই দুজনের মধ্যে দূরত্ব বেড়ে গিয়েছিল যার কারণ ছিল অজানা। তবে দুজনের সম্পর্ক ও বিয়ের কথা জিজ্ঞাসা করায় করণ জোহর এক সাক্ষাৎকারে বলেন, বিয়ে করার কথা তো মজা করে বলা হত।’ যদিও একতা কাপুরের তরফ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

site