বাংলা বিনোদনের প্রসঙ্গ উঠলে সিনেমার পাশাপাশই সিরিয়ালের কথা বলতেই হয়। কারণ প্রতিদিন তো আর সবাই সিনেমা দেখতে হলে যায় না। বরং টিভির পর্দায় প্রতিদিন বিনোদনের পসরা সাজিয়ে হাজির হয় একাধিক সিরিয়াল। অনেক সিরিয়ালই শুরু হয় ও শেষ হয়, কিন্তু কিছু সিরিয়াল ও সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা দর্শকের মনে আলাদা জায়গা করে নেন। এমনই একজন অভিনেত্রী হলেন কমলিকা ব্যানার্জী (Kamalika Banerjee)।
‘এক আকাশের নিচে’ (Ek Akasher Niche) সিরিয়ালটি আজও নিশ্চই দর্শকদের মনে রয়ে গিয়েছে। সিরিয়ালে ‘ছুটকি’ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। নিজের দক্ষ অভিনয় দিয়ে সকলের মন জয় করে পেয়েছিলেন জনপ্রিয়তা। তবে আজকাল আর অভিনেত্রীকে সেভাবে দেখতে পাওয়া যায় না। কোথায় গেলেন অভিনেত্রী কমলিকা ব্যানার্জী? আজ এই প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছে বংট্রেন্ড।
সিরিয়ালের জন্য জনপ্রিয়তা পেলেও অভিনেত্রী একাধিক টলিউডের ছবিতেও অভিনয় করেছেন। এক আকাশের নিচে ছাড়াও বেহুলা, ২টি কুটুম রাজযোটক সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। এছাড়া টলিউডের বিবাহ অভিযান, আশ্চর্য প্রদীপ থেকে শুরু করে বলিউডের বেশ কিছু ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তবে বেশ কয়েক বছর হল অভিনেত্রীকে টলিউডের পর্দায় আর দেখা যায়নি।
২০২২ বছরটা একেবারে ভালো যাচ্ছে না অভিনেত্রীর জন্য। একেপির এক প্রিয়জনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছিলেন কমলিকা। কয়েক বছর আগেই মা চলে গিয়েছেন, বাবাও নেই। মা বাবার পর সবচাইতে প্রিয় ও কাছের মানুষ ছিলেন দিদা। কিন্তু তিনিও এবছরেই প্রয়াত হন। দিদার প্রয়াণের পর ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছিলেন জীবনের সবচাইতে কাছের মানুষকে হারানোর কথা।
তবে অভিনেত্রীকে রুপোলী পর্দায় না দেখা গেলেও একেবারে কাজ বন্ধ করেন নি তিনি। কিছুদিন আগে পর্যন্ত কালার্স বাংলায় সম্প্রচারিত হত ‘বসন্ত বিলাপ মেস বাড়ি’ সিরিয়াল। সেখানে মানদাসুন্দরীর চরিত্রে অভিনয় করছিলেন তিনি। সিরিয়ালে সাজগোজ করতে দারুন ভালোবাসলেও বাস্তবে কিন্তু একেবারেই উল্টোটা কমলিকা।
কয়েকমাস আগে এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন কমলিকা ব্যানার্জী। সেখানেই অভিনেত্রী জানান, ‘এক আকাশের নিচে’ সিরিয়ালই তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল। তবে ব্যাক্তিগত কারণে বেশ কিছু বছর ছোটপর্দা থেকে দূরত্ব বজায় রেখেছিলেন তিনি। তবে একেবারেই যে অভিনয়ের সাথে সম্পর্ক ছিল না তা কিন্তু নয়, মাঝে আকাশ আট চেনেলে ‘উমার সংসার’ সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি।
সম্প্রতিকালে টলিউডের ছবি প্রজাপতিতে কাজ করেছেন অভিনেত্রী। এছাড়া মিমি ছবিতেও কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর রাজনীতিতে যোগ দেওয়া নিয়েও জল্পনা শোনা গিয়েছিল মাঝে। তবে সাক্ষাৎকারে রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, এখন আর রাজনীতি না করাই ভালো। অর্থাৎ অভিনয় নিয়েই থাকতে চান কমলিকা ব্যানার্জী।