মাসের শুরুতেই ব্যাঙ্কের নতুন নিয়ম রীতিমত ঘুম উড়িয়েছিল সাধারণ মানুষের। এবার থেকে ব্যাঙ্কে টাকা জমা থেকে তোলা সবেতেই লাগবে চার্জ। অর্থাৎ আপনার টাকা আপনি তুলতে বা জমা করতে গেলে আপনাকেই গুনতে হবে মাশুল। ইতিমধ্যেই চলতি মাসেই এই নিয়ম লাগা করবে বলে জানিয়েছে কিছু ব্যাঙ্ক। ব্যাঙ্কের এই নিয়ম যে সাধারণ মানুষের স্বস্থির পক্ষে নয় তা নিয়ে সরব হয়েছে কংগ্রেস। এ বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমন করেছে কংগ্রেস।
নতুন এই নিয়মে বলে হয়েছে, নির্ধারিত সীমার বেশি লেনদেনের ক্ষেত্রেই দিতে হবে চার্জ। অনেকেরই ধারণা হয়তো প্রতিবার টাকা জমা বা তোলার ক্ষেত্রেই দিতে হবে চার্জ! কিন্তু আসলে তা নয়। যে মাসে ৫ বার পর্যন্ত টাকা জমা বা তোলা ছিল নিশুল্ক। এবার এক মাসে তিনবার টাকা জমা বা তোলার ক্ষেত্রে কোনো চার্জ কাটা হবে না। তবে তিনবার অর্থাৎ নির্ধারিত সীমার বেশি বার লেনদেনের ক্ষেত্রে টাকা জমা দেবার জন্য প্রতিবার ৪০ টাকা করে কাটা হবে। সাথে প্রতিবার টাকা তোলার ক্ষেত্রে ১৫০ টাকা চার্জে দিতে হবে।
এদিন এই নিয়মের তীব্র বিরোধিতা করেছে কেন্দ্রীয় সরকার। সাথে সরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে সমস্ত জল্পনা কল্পনা বন্ধ করে কিছু। সেখানে কেন্দ্রীয় সরকার জানিয়েছে বহু মানুষের জন ধন একাউন্ট (Jan Dhan Account) রয়েছে। ব্যাঙ্কে এই অ্যাকাউন্টের সংখ্যাটা নেহাত কম নয় ৪১.১৩ কোটি। এই সমস্ত অক্কোউন্টগুলির ক্ষেত্রে কোনো চার্জ আদায় করা হবে না। সাধারণ সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ও ওভার ড্রাফট অ্যাকাউন্ট এর ক্ষেত্রেও কোনো অতিরিক্ত চার্জ বাড়েনি।
ব্যাঙ্ক অফ বারোদা নিজের পরিষেবা চার্জগুলি কিছু পরিবর্তন করেছে। নগ্ন লেনদেনের ক্ষত্রের জমা ও তোলার সীমা ৫ থেকে কমিয়ে ৩ করে দিয়েছে। যদিও করোনা মহামারীর পরবর্তীকালে দেশের যা অবস্থা তা বিবেচনা করে এই নিয়ম ব্যাঙ্ক অফ বারোদা প্রত্যাহার করে নিয়েছে। দেশের অর্থ মন্ত্রকের সূত্রেও জানা গিয়েছে কোনো ব্যাঙ্ক তাদের পরিষেবা সংক্রান্ত চার্জে পরিবর্তন করেনি।