• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়েদের মধ্যে এই জিনিসগুলি দেখেই প্রেমে পড়ে পুরুষেরা, দেখুন তো জানেন কিনা!

Published on:

whay boys love to see in a woman

নারীদের প্রতি পুরুষেরা আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক। যুগ যুগ ধরে প্রেম (Love) এর ক্ষেত্রে এমনটাই চলে আসছে। কিন্তু জানেন কি কোনো মেয়েকে পছন্দ করার আগে পুরুষেরা কিছু জিনিস দেখে থাকে। যেমন ধরুন তার স্বভাব প্রকৃতি, চুল ইত্যাদি। আসুন আজ এমন ১০ টি বিষয় সন্মন্ধে জেনে নেব যা দেখে মেয়েদের জন্য প্রেম (Love)জেগে ওঠেপুরুষদের।

১. সেন্স অফ হিউমার (Sense of Humar)

What boys Love seeing in woman

সেন্স অফ হিউমার হল এমন একটা বস্তু যা দিয়ে একজন মানুষের সন্মন্ধে প্রাথমিক ধারণা পাওয়া যায়। আর এই সেন্স অফ হিউমার দেখেই একজন নারীর প্রেমে পরে যেতে পারে যে কোনো পুরুষ।

২.আত্মবিশ্বাস (Self Confidence)

whay boys love to see in a woman

যে কোনো মানুষের মধ্যেই আত্মবিশ্বাস থাকা খুবই গুরুত্বপূর্ণ। একজন আত্মবিশ্বাসী নারীর প্রতি আলাদা আকর্ষণ অনুভব করে থাকে পুরুষেরা। কারণ আত্মবিশ্বাস এক নারীকে বাকিদের থেকে আলাদা করে তোলে।

৩. বুদ্ধিমত্তা (Intelligence)

চেহারায় সব নয়, এক জন বুদ্ধিমতী নারীর জন্য কিন্তু বিশেষ আকর্ষণ থাকে পুরুষ মনে। তাই নারী যদি রূপবতীর পাশাপাশি বুদ্ধিমতিও  হয় তাহলে সেই নারীর প্রেমে পরে যায় যে কোনো  পুরুষই।

৪. স্বভাব প্রকৃতি (Nature)

whay boys love to see in a woman

যে কোনো মানুষেরই  প্রথম পরিচয় হল তার স্বভাব। স্বভাব দেখেই বোঝা যায় কে কি ধরণের মানুষ। আর সত্যি বলতে একটু  শান্তপ্রকৃতির মেয়েদেরকেই বেশি পছন্দ করে একজন পুরুষ।

৫. মনোভাব (Mentality)

whay boys love to see in a woman

পুরুষেরা সবসময়ই পজিটিভ চিন্তা ভাবনা করতে ভালোবাসে। আর তাই যে সমস্ত নারীদের পজিটিভ মনোভাব রয়েছে, তাদের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পরে পুরুষেরা।

৬. চুল (Hair)

whay boys love to see in a woman

সবাই তো আর এক নয়,  কিছু পুরুষ প্রথম দেখাতেই মহিলাদের চুলের দিকে দেখে। মেয়েদের চুলের প্রতি দারুণভাবে আকৃষ্ট পুরুষেরা। চুলই  নারী সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। আর তাই প্রেমের (Love) ক্ষেত্রে সুন্দর চুলের গুরুত্ব থেকেই যায়।

৭. চোখ (Eyes)

whay boys love to see in a woman

পুরুষদের আকর্ষণের জন্য মেয়েদের এক বিশাল অস্ত্র হল চোখ। মেয়েদের চোখের একটা ইশারাই কাফি পুরুষ হৃদয়ে প্রেম এর ঝড় তুলতে। তাই যে সমস্ত মেয়েদের চোখ সুন্দর ও মায়াবী তাদের প্রতি বেশি করে আকৃষ্ট পুরুষেরা।

৮. শরীরের গঠন (Body Structure)

whay boys love to see in a woman

পৃথিবীতে সকলে সমান হয় না। আলাদা আলাদা মানুষের পছন্দও আলাদা, ঠিক তেমনি কিছু পুরুষেরা আবার মেয়েদের শারীরিক গঠন দেখেও আকৃষ্ট হয়। আর পুরুষদের আকর্ষণের ক্ষেত্রে শরীরের গঠন যথেষ্ট বড় ভূমিকা পালন করে।

৯. পোশাকের ধরণ (Dressing Style)

whay boys love to see in a woman

শুধু শারীরিক গঠন কোনো মেয়েকে আকর্ষণীয় করে তুলতে পারে না। তার সাথে দরকার পরে মানানসই পোশাকের। আর এই ড্রেসিং স্টাইল দেখেই অনেকে পুরুষ প্রেমে (Love) পরে যান।

১০. রহস্যময়ী আচরণ (Strange Behaviour)

whay boys love to see in a woman

রহস্য সকলকেই আকর্ষিত করে। ঠিক তেমনি রহস্যময় নারী পুরুষদের আকৃষ্ট করে। সমস্ত রহস্য প্রকাশিত হলে পুরুষদের কাছে নারীদের আকর্ষণ কমে আসে। তাই রহস্যময়ী নারীদের প্রতি বেশি আকর্ষণ অনুভব করে পুরুষরা

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥