• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই কি ভাঙল সম্পর্ক! করওয়া চৌথের দিনেও ফাঁকা শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ার দেওয়াল

Published on:

Srabanti Chatterjee Roshan Singh

শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই ওঠে বিতর্কের ঝড়। তার কটা বিয়ে, কটা সম্পর্ক, কদিন টিকল এই নিয়ে লেগেই থাকে জল্পনা। তার অভিনয়ের থেকেও বেশি চর্চিত তার পারিবারিক জীবন। ফের শিরোনামে শ্রাবন্তী, নেটপাড়ায় ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে শ্রাবন্তী-রোশনের বিচ্ছেদ নিয়ে।

অল্প বয়সেই তার বিয়ে হয়ে যায় তখনকার জনপ্রিয় পরিচালক রাজীবের সঙ্গে। এরপর একামাত্র ছেলে ঝিনুকের জন্মের পরেই বেশি দূর এগোয়নি রাজীবের সাথে শ্রাবন্তীর সম্পর্ক। এর কিছুদিন পরে শ্রাবন্তী বিয়ে করেন কৃষ্ণ ব্রজ নামে এক মডেলকে । ক্যামেরার সামনে দুজনে সুখী দাম্পত্যের অভিনয় করলেও বিয়ের একবছর কাটতে না কাটতেই তাঁদের ডিভোর্স হয়ে যায়।

অবশেষে তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন রোশন সিং-কে, যিনি পেশায় একজন পাইলট। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই রোশনের সঙ্গে বিভিন্ন ছবি আপলোড করতেন শ্রাবন্তী। কিন্তু হঠাৎ যেন কোনো এক অজানা কারণে দুজনকে একসাথে দেখাই যাচ্ছেনা। ভক্তদের এখন একটাই প্রশ্ন, কেমন আছেন এই জুটি।

শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যাবে, দীর্ঘদিন রোশনের সঙ্গে একটিও ছবি পোস্ট করেননি তিনি, এমনকি আগের যা ছিল তাও রাতারাতি গায়েব৷ এমনকি ইতিমধ্যেই দুজন দুজনকে আনফলোও করেছেন। আর এই নিয়েই চলছে জোর জল্পনা।

যদিও আশার কথা এই যে ফেসবুকে এখনও জ্বলজ্বল করছে রোশন-শ্রাবন্তীর ছবি। কিন্তু চিন্তা কাটছে না। বিয়ের প্রথম বছর ধুমধাম করে করওয়া চৌথ উদযাপন করেছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানের ছবিও দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এবছর খাঁ খাঁ করছে তার সোশ্যাল মিডিয়ার দেওয়াল। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, তবে কি সত্যিই ভাঙলো এই দম্পতির সম্পর্ক?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥