• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঘূর্ণাবর্তের জেরে চরম দুর্ভোগের আশঙ্কা! বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের ৯ জেলা : আজকের আবহাওয়ার খবর

West Bengal Kolkata Weather Update : পশ্চিমবঙ্গে (West Bengal) বৃষ্টি (Rain) শুরু হওয়ার পর থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না। দেরিতে শুরু হলেও যে হারে বিগত কয়েকদিন বৃষ্টি পড়েছে তা সত্যিই ব্যাপক। তবে থামার কোনো নাম নেই, বদলে আজ অর্থাৎ শুক্রবারেও একই থাকবে আবহাওয়া। এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহওয়া দফতরের (Alipur Weather Department) তরফ থেকে। তারপর নতুন করে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথায় কোথায় অতি বৃষ্টি হবে? চলুন দেখে নেওয়া যাক আবহাওয়ার আপডেট।

কিছুদিন আগেই একটি ঘূর্ণাবর্ত তৈরী হয়েছিল উত্তর বঙ্গোপসাগরে যেটা বাংলাদেশের দিকে চলে গিয়েছে। কিন্তু এবার আবারও নতুন করে ঘূর্ণাবর্ত তৈরী হচ্ছে, যেটা উত্তর প্রদেশ ও বিহারের দিকে যাচ্ছে বলে জানা যাচ্ছে। তাছাড়া মৌসুমী জলবায়ুর প্রভাবও আগামী ৪-৫ দিন থাকবে বলে জানা যাচ্ছে।

   

Kolkata West Bengal Weather Update

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া (Kolkata & South Bengal Weather)

হাওয়া অফিসের মতে আজ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর মধ্যে হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও নদীয়া রয়েছে। তবে শুধু বৃষ্টি না সাথে বজ্রবিদ্যুৎও হবে কিছু জায়গায়।

আরও পড়ুনঃ কেমন থাকবে আজকের আবহাওয়া? কোথায় কোথায় বৃষ্টি? জেনে নিন আবহওয়ার খবর

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বাতাসে আদ্রতার পরিমাণ প্রায় ৮৬-৯০% পর্যন্ত থাকবে। যার ফলে আদ্রতাজনিত অস্বস্থি বজায় থাকবে। শুধু তাই নয়, শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, যার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহওয়া (North Bengal Weather)

উত্তরবঙ্গেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস মিলেছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এছাড়াও দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বজ্র বিদ্যুৎপাত সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টির জন্য আগে থেকেই হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। আশঙ্কা করা হচ্ছে ১২ অগাস্ট দুর্যোগ চরমে উঠতে পারে।

site