খাওয়া আর ঘোরা (Travel) এই দুটো শব্দ যেন একেঅপরের পরিপূরক। তাই ভোজন রসিক বাঙালির ভ্রমণের প্রতি প্রেম যে থাকবে সেটাই স্বাভাবিক। ব্যস্ত জীবনে কাজের ফাঁকে একটু অবসর কিংবা নিজেকে রিচার্জ করার জন্য অল্প একটু ঘুরতে সবাই ভালোবাসেন। কিন্তু কখনো বাজেট তো কখনো সময়ের অভাবে ঘুরতে যাওয়া হয়ে ওঠে না। চিন্তা নেই, আজ আপনাদের জন্য কলকাতার কাছেই এক ‘মিনি সুইজারল্যান্ড’ (Mini Switzerland) এর খোঁজ দেব।
সুইজারল্যান্ড শুনে অবাক হলেন বুঝি? অমন সুন্দর জায়গা পশ্চিমবঙ্গে, তাও আবার কলকাতার কাছে! চিন্তা নেই, যে জায়গার সন্ধান আপনাদের দেব তার সৌন্দর্য কিন্তু সুইজারল্যান্ডের প্রাকৃতিক দৃশ্যের চাইতে কোনো অংশে কম নয়। তাহলে আর দেরি কিসের? চলুন জায়গার নাম আর যাওয়ার পথঘাট সমস্তটা জেনে নেওয়া যাক।

আসলে বাঙালির ঘোরা মানেই ওই দীঘা, পুরী কিংবা দার্জিলিং। কিন্তু আজ আমাদের বিশেষ জায়গাটি হল ঝাড়খন্ড (Jharkhand), আরও ভালো করে বললে ঝাড়খণ্ডের ডিমনা লেক (Dimna Lake)। যেখানে দুচোখে যতদূর দেখা যায় চারিদিকে সবুজ আর সবুজ। শহুরে দূষণ আর কলরব থেকে মুক্তি পেতে এটা যেন একমুঠো সুইজারল্যান্ড।
এখন প্রশ্ন হল কিভাবে যাবেন? আর সেখানে গিয়ে কী কী আছে দেখার বা করার মত? আপনি যদি হাওড়া থেকে যাত্রা শুরু করেন সেক্ষেত্রে আপনাকে টাটানগরগামী যে কোন এক্সপ্রেসে উঠে পড়তে হবে। তারপর ৪ ঘন্টার সফর শেষে ট্রেন থেকে নেমে কাছেই ডিমনা। তবে ট্রেনে না যেতে চাইলে বাসেও যেতে পারেন। এর জন্য জামশেদপুর যাবে এমন কোনো বাসে চেপে পড়ুন। তবে এক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগবে, ওই ঘন্টা ছয়েক মত।

ডিমনা পৌঁছালেই দেখতে পাবেন, দলমা পাহাড়ের নিচেই রয়েছে কাঁচের মত স্বচ্ছ লেকের জল। সাথে চারিদিকে শুধুই সবুজ আর সবুজ। এই দৃশ্য যে আপনার মন কাড়তে বাধ্য সেটা আর বলার অপেক্ষা রেখে না। তবে এখানেই শেষ নয়, আরও একাধিক ঘোরার জায়গা রয়েছে আসে পাশেই।

ডিমনার পাহাড়ের নিচেই বেশ কিছু হোটেল রয়েছে সেখানে থাকার ব্যবস্থা থেকে শুরু করে খাওয়া দেওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া কাছেই রয়েছে আসনবনি, জয়দা মন্দির ও সাঁই বাবার মন্দির। সেখানেও ঘুরে আসতে পারেন। আর লেকের ধারে একটি ড্যাম রয়েছে সেটাও কিন্তু দেখবার মত।














