সারা দেশ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সাথে লড়াই করে চলেছে। কোথাও অক্সিজেন নেই টি কোথাও বেডের অভাব। দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন তো কোথাও আংশিক লকডাউন চলছে। ভাইরাসের সংক্রমণ এড়াতে করা নিয়মকানুন আনা হয়েছে। জমায়েতের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। বিয়েবাড়ি, ও শ্রাদ্ধ শান্তির জন্য অল্পসংখ্যক লোক নিয়ে অনুষ্ঠান সারার অনুমতি মিলেছে। তবে এত কিছুর পরেও কিছু মানুষ কোনোকিছুই মানতে নারাজ।
গতবছর লকডাউন থেকে শুরু করে এপর্যন্ত বহু মানুষের জীবন কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। তেমনি অনেকের সারাজীবনের স্বপ্ন বিয়ে স্থগিত হয়ে রয়েছে এই করোনা ভাইরাসের জেরেই। আর করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে কিন্তু বিয়ে কমেনি বরং বেড়েই চলেছে বিয়ের ঘটনা। অনেকেই করোনা বিধির মাঝেও নিয়মভঙ্গ করে মুশকিলে পড়েছেন। তো কেউ আবার বিশাল কিছু করার ইচ্ছা থাকলেও সামান্য আয়োজনে বিয়ে সেরেছেন।
কিন্তু চেন্নাইয়ের এক দম্পতি সাধারণ বিয়েতে একেবারেই নারাজ। জীবনে একবারই তো বিয়ে হবে সেটা স্মরণীয় না হলে হয়! এদিকে করোনা বিধি রয়েছে, তাই শেষমেশ একেবারে আউট অফ বক্স আইডিয়া নিয়ে হাজির হলেন এক দম্পতি। ঠিক করলেন মাটিতে করোনা বিধি রয়েছে, তাহলে আকাশে বিয়ে করলে কেমন হবে? যেমনি ভাবা তেমনি কাজ। একটা আস্ত বিমান ভাড়া করে ফেলেন মাদুরাইয়ের ওই দম্পতি। বিমানে ঘনিষ্ঠ বন্ধু বান্ধবী থেকে শুরু করে আত্মীয়জনদের নিয়ে আকাশে উড়ান দিলেন দম্পতি।
এরপর করোনা বিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাঝ আকাশেই বিয়ে সারেন ওই দম্পতি। তাদের বিয়ের জন্য মাদুরাইয় থেকে বেঙ্গালুরু পর্যন্ত একটি বিমান বুক করেন। সেই বিমানে চেপে মাঝ আকাশেই সম্পন্ন হয় বিয়ে। এমন কান্ড এর আগে হয়তো কোনোদিনও হয়নি এর আগে। বিয়ের কিছু ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাবে ভাইরাল হয়ে পড়েছে।