এবছর শীত (Winter) অনেক দেরিতেই পড়েছিল বাংলায়। আর হটাৎ করেই কর্পূরের মত উবে গিয়েছে শীত! কেউ বলছেন যাক বাঁচা গেছে অনেকেই, অনেকের মনেই আফসোসের সুর। এই তো সবে ঠান্ডা পড়ল এর মধ্যেই চলেও গেল ঠান্ডা! তাহলে বলি শুনুন, সমস্ত শক্তি নিয়ে বাংলায় ফিরছে কনকনে ঠান্ডা। গরম আবহাওয়াকে একেবারে শীতল করে দিতে রেডি শীত। এমনটাই জানাচ্ছে আবহাওয়া (Weather) দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চনের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, শীঘ্রই ফিরছে শীত। আগামী ১২ই জানুয়ারির পর থেকেই বাংলায় পুনরায় ফিরবে শীত, ধীরে ধীরে নামবে উষ্ণতার পারদ। হটাৎ করে শীতের মাঝে এই গরম আবহাওয়ার কারণ হিসাবে রয়েছে কিছুটা মৌসুমী বায়ুর খামখেয়ালিপনা। যেমনটা জানা যাচ্ছে অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে গরম হওয়া প্রবেশ করেছে, যেটা বাংলার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সেই কারণেই জানুয়ারির শীতের মাঝে চড়েছে উষ্ণতার পারদ।
তবে আর নয়, এবার গরম হাওয়াকে টেক্কা দিয়ে ফিরছে শীত। এই সপ্তাহেই নামতে শুরু করবে পারদ। কারণ পিঠে পুলিশ মরশুমে কি ঠান্ডা না থাকলে হয় নাকি! এদিকে সামনেই মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তির কিছু আগেই ফিরছে বাঙালির শীতের আমেজ।
প্রসঙ্গত, আজ বাংলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ৩১ ডিগ্রি সেলসিয়াস যা শীত কালের তুলনায় অনেক তাই বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যেমনটা জানা যাচ্ছে আজকের দিনটি রৌদ্রোজ্জ্বল দিন হতে চলেছে। তবে, রাতের দিকে কুয়াশা পড়তে পারে যার ফলে থাকুন কমবে তাপমাত্রা।