viral video: সোশ্যাল মিডিয়া ভারী মজার জায়গা। মুহূর্তে বিশ্বের এক প্রান্তের খবর আরেক প্রান্তে পৌঁছে দেয় কয়েক সেকেন্ডেই। আর তার মধ্যেই একেকটা ভিডিও যেমন দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, তেমনই একেকটা অদ্ভুত ভিডিও দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে কার্যত অবাক নেটিজেনরা।
বয়স যে সংখ্যা মাত্র তা ফের প্রমাণ করে দিল এক বৃদ্ধা। যৌবন কোনো বয়সে বেঁধে রাখা যায়না। মনের বয়স না বাড়লে কীসের বার্ধক্য? সম্প্রতিক ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্লাটফর্মে যেখানে দেখা যাচ্ছে যে প্রকাশ্যে রাস্তায় পাশ্চাত্যের এক গানে নেচেছেন এক বৃদ্ধা ।
পরনে তার লাল টুকটুকে বাচ্চাদের মতোন পোশাক। পাশ্চাত্য সুরে রাস্তার মাঝেই অদ্ভুত কায়দায় মনের আনন্দে নেচে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন এই বৃদ্ধা। যেমন তার এক্সপ্রেশন তেমন তার প্রাণশক্তি। এই বয়সেও এমন জমিয়ে নাচ কজনই বা নাচতে পারেন? এহেন ভিডিও সামনে আসা মাত্রই তাই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। বৃদ্ধাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। তার জন্য শুভ কামনায় উপচে পড়ছে কমেন্ট বক্স।