বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের আচকমা ভাইরাল হওয়া দেখে অনেকেই বাড়াবাড়ি শুরু করেছেন ভাইরাল হওয়ার জন্য৷ সোশ্যাল মিডিয়া খুললেই, চোখে পড়ে কোনো না কোনো বিক্রেতার অদ্ভুত অদ্ভুত কান্ড। কখনও বেলুন ওয়ালা, কখনো পেয়ারা কাকু, কখনও বা আঙুর বিক্রেতা কেউই বাদ যায়না। দৃষ্টি আকর্ষণ করতে গলা ফাটানো চিতকার করে তারা, অথবা কখনও সখনও বাঁধে গান৷ একটা সময় পর্যন্ত এসবই নেটিজেনদের বেশ পছন্দের বিষয় হলেও এখন সবই একঘেয়ে হয়ে যাচ্ছে বলেই মত নেটবাসীর।
এরমধ্যেই ভাইরাল এক তরমুজ বিক্রেতার কান্ড। সম্প্রতি ইন্টারনেট একটি ভিডিও বেশ রমরমিয়ে চলছে। যেখানে দেখা যাচ্ছে, এক তরমুজ বিক্রেতা চোখ মুখ উল্টিয়ে বীভৎস অঙ্গভঙ্গি করে তারস্বরে চিল্লাচ্ছেন। তার সাথে সারা শরীরে মাঝে মাঝে কাঁপুনি দিয়ে উঠছেন। বিক্রেতার এমন কাণ্ড দেখে আশেপাশের ক্রেতারা বেশ ভয়ও পেয়ে গেছেন আবার অনেকে কি হচ্ছে দেখার জন্য ভিড় করছেন তরমুজের দোকানে।
এমন কান্ড করলে যে তার দু’একটা ভিডিও হবেই তা সেও বেশ জানতেন। কোনোও এক নেটিজেনের সুবাদেই এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর সত্যি বলতে এটাই হয়ত চাইছিলেন ওই বিক্রেতা৷ তবে তরমুজ বিক্রেতার এই কাণ্ড দেখে লোকেদের মধ্যে অনেকেই যেমন হেসেছে অনেকে আবার বেশ বিরক্ত প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, মানুষের মধ্যে কোনও গুনাবলি নেই কেবলমাত্র বেশ কিছু পাগলামো করেই ভাইরাল হওয়ার চেষ্টা সত্যিই বেমানান।
প্রসঙ্গত, বাংলার স্বর্ণ যুগের গান শুনলে আজও শান্তিতে চোখ বুজে আসে। লতা, আশা, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার তাদের গানের যেমন সুর তেমন কথা। পরবর্তীতে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং -রাও বাংলা সঙ্গীত জগতকে অন্য মাত্রা দান করেছেন। কিন্তু এখন উপরিউক্ত শিল্পীদের থেকেও বেশি জনপ্রিয় ভুবন বাদ্যকর (Bhuban Badyakar), কাঁচা বাদাম গান গেয়ে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন তিনি। দিন কয়েক আগেই তার সাথে জুটি বেঁধেছিলেন বাংলাদেশের আরেক ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম, অর্থাৎ এখন ইন্টারনেটে ভালো জিনিসের জায়গায় এসবই যেন বেশি চলছে। যে বাংলার সংস্কৃতিকে পিছিয়ে দিচ্ছে বলেই মত এক শ্রেণির নেটিজেনের।
View this post on Instagram