আর মাত্র হাতে গোনা ৫ দিনের মাথায় ২ বছর পূর্ণ হবে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাইয়ের। ফলে নিত্যনতুন সিরিয়ালের ভীড়ে এই মুহূর্তে জি বাংলার সবচেয়ে পুরোনো সিরিয়াল হল মিঠাই। একসময় টানা ৫৪ সপ্তাহ বেঙ্গল টপার হয়ে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল এই সিরিয়াল। তবেবয়স বাড়ার সাথে এখন কমে গিয়েছে সিরিয়ালের টিআরপি। কিন্তু আজ পর্যন্ত সিরিয়ালের জনপ্রিয়তা কমেনি এক ফোঁটাও।
আসলে বরাবরই দর্শকমহলে এই সিরিয়াল নিয়ে রয়েছে এক আলাদাই ক্রেজ। কিন্তু এতদিনের পুরনো একটা সিরিয়াল হওয়া সত্বেও মিঠাই যেভাবে দর্শকমহলে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে সময়ের সাথে সাথেই বেশ কিছু বদল এসেছে এই সিরিয়ালে। সারাক্ষণ গোটা বাড়ি মাথায় করে রাখা মিঠাইরানির মৃত্যুর সাথে সাথেই পুরনো সেই জৌলুস হারিয়েছে মনোহরা।
ইতিমধ্যেই বেশ কয়েক বছরের লীপও নিয়ে নিয়েছে এই সিরিয়াল। কিন্তু সিরিয়ালে নায়িকা মিঠাইয়ের মৃত্যু দেখানো হলেও দর্শকদের বিশ্বাস খুব তাড়াতাড়ি মনোহরায় ফিরবে মিঠাই। অন্যদিকে সিরিয়ালের প্লট অনুযায়ী কিছুদিন আগেই মোদক বাড়িতে এন্ট্রি নিয়েছে মিঠাই আর সিদ্ধার্থের ছেলে শাক্যর মিস টিউটর মিঠির (Mithi)। যদিও তাকে দেখে এখনও অনেকেই ভুল করে মিঠাই ভেবে গুলিয়ে ফেলে।
তাছাড়া মিঠাই মারা যাওয়ার পর থেকে মিঠি যেভাবে মোদক পরিবারের সদস্যদের মনে জায়গা করে নিয়েছে তাতে দর্শকদের আশঙ্কা এইভাবে মিঠাই ফিরে আসার আগেই না সিরিয়াল শেষ হয়ে যায়।ইতোমধ্যেই দর্শকরা জেবে গিয়েছেন বড়দিনে সান্টার কাছে শাক্যর মাকে দেখার ইচ্ছা পূরণ করে একেবারে মিঠাইরানির সাজে ধরা দেবে মিঠি। আজই টিভির পর্দায় দেখা যাবে সেই পর্ব।
এরইমধ্যে গতকাল রাতেই প্রকাশ্যে আসা মিঠাইয়ের প্রোমো ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। এদিনের প্রোমোতে দেখা গিয়েছে মিঠাই যেখানে মারা গিয়েছিল এতবছর পর সেখানকার মাটি হাতে নিয়ে সিদ্ধার্থ বলছে মিঠাই আমায় ক্ষমা করো এতবছর পরেও তোমার মৃত্যু রহস্য সমাধান করতে পারলাম না। ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় মিঠাই। এমনকি সিদ্ধার্থও তার পায়ের শব্দ শুনতে পায়।
এতদিন পর সামনে এসে মিঠাই জানায় এবার সব রহস্যের সমাধান হবে উচ্ছেবাবু। তখন অবাক হয়ে তাকিয়ে থাকে সিদ্ধার্থ। বছর শেষের আগেই এই নতুন প্রোমো এনে দর্শকদের কৌতূহল দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন এই সিরিয়ালের নির্মাতারা। কিন্তু এখনও পর্যন্ত গোটা বিষয়টা ঠিক স্পষ্ট নয়। নতুন বছরের শুরুতেই আগামী ২ জানুয়ারি টিভির পর্দায় সম্প্রচারিত হবে এই পর্ব।
এদিন প্রমো আসার আগেই যদিও মিঠাই লুকে সৌমিতৃষার একটি ছবি আগেই জল্পনা তৈরী হয়েছিল এবার মনোহরায় সত্যিই কামব্যাক করবে মিঠাই।