গানের জগতের অতিপরিচিত নাম শান (Shaan)। বাংলা হিন্দি থেকে শুরু করে একাধিক ভাষায় গান গেয়েছেন শান। নিজের দুর্দান্ত গানের মাধ্যমেই কোটি কোটি শ্রোতার মন জিতেছেন তিনি। একটা আস্ত প্রজন্ম বড় হয়ে উঠেছে সম্প্রতি বিখ্যাত সংগীত শিল্পী শানের প্রতি হওয়া কুরুচিকর ও নোংরামি আচরণের প্রতিবাদ জানালেন ইমন সেন।
বর্তমানে ইন্টারনেট আর আধুনিকতার যুগে প্রতিদিন বাড়ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। তবে নেটপাড়ায় নিন্দুকদের সংখ্যা দিন দিন অনেকটাই বেড়ে চলেছে। ভালো হোক বা খারাপ সবেতেই শুরু হচ্ছে ট্রোলিং। এক দল নেটিজেনরা যেন ওঁত পেতে বসেই রয়েছে ট্রোলিংয়ের জন্য, যারা পান থেকে চুন খসলেই ট্রোলিংয়ে মাতছেন। বিশেষত সেলেব্রিটিদে নিয়ে মাত্রা ছাড়াচ্ছে ট্রোলিং।
সম্প্রতি ইনস্টাগ্রামে লাইভ ভিডিও করেছিলেন গায়ক শান। কয়েক হাজার লোক সেই লাইভ ভিডিও দেখতে হাজির হয়েছিল। তবে লাইভ ভিডিও চলাকালীন কিছু নিম্নরুচিবোধের নেটিজেনরা নোংরা মন্তব্য করতে থাকেন গায়কের প্রতি। শান প্রথমেই বলেন, ‘ভদ্রভাবে কথা বলো গালি দিও না। এটা নিজেদের আসল রং তুলে ধরে’। তবুও কেউ কমেন্ট করেছেন, লুঙ্গি ড্যান্স করো। তো কেউ অস্রাব্য ভাষায় মন্তব্য করেছেন।
শানের এই লাইভ ভিডিওর কিছু টুকরো মুহূর্ত কেটে একটি ভিডিও বানিয়ে শেয়ার করেছেন শিল্পী ইমন সেন। ভিডিও শেয়ার করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এহেন আচরণের। ইমন ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘মানুষ অখাদ্য কুরুচিকর কিছু জিনিস দেখতে দেখতে ভুলেই গেছে – প্রকৃত শিল্পী কারা ! ১ লক্ষ এরকম শ্রোতার চেয়ে ১ জন প্রকৃত শ্রোতা অনেক বেশি প্রিয়’।
অর্থাৎ ইমনের মতে, এমন নোংরা মানসিকতার ভক্ত থাকার থেকে না থাকাই শ্রেয়। একজন শিল্পী যার গান শুনে অনেকের শৈশব কেটেছে। আজও যার গান মনখারাপের সময়ে মন ভালো করে তোলে এমন শিল্পীদের নিয়ে এমন কুরুচিকর মন্তব্য সত্যিই নিন্দনীয়। ইমনের সাথে এমন হয়েছেন অনেকেই। নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, ‘কি ভয়ংকর অবস্থা, এ কোন সভ্যতার দিকে আমরা এগিয়ে চলেছি জানি না’।