• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জেসমিন এখন অতীত! বৃন্দাবনে বিদেশি প্রেমিকার সাথে বিয়ে সারলেন বাংলার শ্রীকৃষ্ণ গৌরব

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব মন্ডল (Gourab Mondal)। যদিও বাংলার  দর্শকদের কাছে তিনি ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ (Srikrishna) নামেই বেশি পরিচিত। সম্প্রতি ৮ই আগস্ট রিল লাইফের এই শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গিয়ে আংটি বদল সেরেরেছেন তার রিয়েল লাইফের বিদেশি রাধার সাথে। বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর এবার সেই সম্পর্কে সিলমোহর দিয়ে একেবারে আংটি বদল (Engagement) সেরে নিয়েছেন এই অভিনেতা।

আদতে রাশিয়ার মেয়ে তার স্ত্রী জন্মসূত্রে রাশিয়ান। তার নাম চিন্তামণি ডায়না। দিল্লির বৃন্দাবনেই পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই এদিন একেবারে বাঙালি সাজে ধরা দিয়েছিলেন কৃষ্ণ প্রেমে মাতোয়ারা এই বিদেশিনী। জানা যায় পেশায় তিনি একজন নৃত্যশিল্পী। বৃন্দাবনে নিজের নাচের জন্য বিশেষ নাম ডাক রয়েছে তার। জন্মসূত্রে তিনি রাশিয়ার বাসিন্দা হলেও ডায়নার বাবা-মা ইসকনের মন্দিরের সাথে বিশেষভাবে যুক্ত।

   

গৌরব মন্ডল,Gourab Mondal,শ্রীকৃষ্ণ,Srikrishna,আংটি বদল,Engagement,প্রেমিকা,Girlfriend,জেসমিন রায়,Jasmine Roy

সেই সূত্রেই শ্রীকৃষ্ণের প্রতি অগাধ প্রেম নিয়েই ছোট থেকে বড় হয়েছেন ডায়না। আর বাস্তবেও প্রেমে পড়েছেন রীল লাইফের শ্রীকৃষ্ণের সাথে। প্রসঙ্গত গৌরব নিজেও শ্রীকৃষ্ণের ভক্ত। জানা যায় বৃন্দাবনে গিয়েই ডায়নার সাথে প্রথম পরিচয় হয়েছিল গৌরবের।  সেখান থেকেই বন্ধুত্ব এবং প্রেম। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই নবদম্পতির আংটি বদল এবং মালাবদলের ছবি।

গৌরব মন্ডল,Gourab Mondal,শ্রীকৃষ্ণ,Srikrishna,আংটি বদল,Engagement,প্রেমিকা,Girlfriend,জেসমিন রায়,Jasmine Roy

এবার তাদের সম্পর্ক খুব তাড়াতাড়ি পরিণতি বেঁধে চলেছে বিয়ের মাধ্যমে। প্রসঙ্গত এই বিশেষ দিনের জন্য  আংটি কেনা থেকে শুরু করে যাত্রাপথে বৃন্দাবন পৌঁছানো এবং আংটি বদলের অনুষ্ঠান সমস্তটাই ধরা পড়েছে গৌরবের তৈরি একটি রিল ভিডিওতে। ছবিটা দেখা গিয়েছে বিদেশিনী ডায়না সেজেছেন লাল পাড় সাদা শাড়ি আর গা ভর্তি গয়নায়।

 

View this post on Instagram

 

A post shared by GouraB (@gourabofficial)


তার এই সাজ দেখে তাকে বিদেশি বলেই মনেই হবে না কারোর। বিদেশিনী থাকে বং বিউটির ট্রান্সফর্মেশন দেখে দারুন পছন্দ হয়েছে নেটিজেনদেরও। কম যান না গৌরবও। লাল পাঞ্জাবিতে দারুন হ্যান্ডসাম লাগছিল তাকেও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের মালাবদল আর আংটিবদলের ভিডিও। সেইসাথে একটি ভিডিওতে দারুন নাচতেও দেখা গিয়েছে নববধূ ডায়না কে।


তবে গৌরবের বিয়ে দেখে মানুষজন যতটা খুশি হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছেন।  একটা সময় টেলি অভিনেত্রী জেসমিন রায়ের (Jasmine Roy) সাথে সম্পর্কে ছিলেন গৌরব। লিভইন রিলেশনশিপে ছিলেন তারা। তাই মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ার পাতাটি ভরে উঠত তাদের তাদের কাপল গোল-এর ছবি। কিন্তু চলতি বছরের গোড়াতেই তাদের সম্পর্কটা ভেঙে যায়। তারপরেই নতুন প্রেমিকার সাথে একেবারে সোজা আংটি বদলের ছবি দিয়ে সবাইকে একেবারে চমকে দিয়েছেন অভিনেতা।