• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বস্তি থেকে ছেঁড়াফাটা প্যান্ট গেঞ্জি পরে, কানে বিড়ি গুঁজেই অডিশন দিতে গিয়েছিলেন বিবেক ওবেরয়!

আজ বলিউডে একডাকে সকলেই চেনেন বিবেককে। কিন্তু শুরুর দিকটা মনে করলে আজও চোখের কোনটা চিকচিক করে ওঠে অভিনেতার। আজ থেকে ১৮ বছর আগে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন বিবেক ওবেরয়৷ রাম গোপাল বর্মার ‘কোম্পানি’ ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা। একদিকে ছিলেন অন্তরা মালী অন্যদিকে মণীশা কৈরালা। এত স্টারকাস্টের মাঝেও নিজের অভিনয়ের দক্ষতাতেই নিজেকে প্রমাণ করেছিলেন বিবেক ওবেরয়।

তবে এটা জানলে অবাক লাগবে যে, রাম গোপাল বর্মা নাকি প্রথমে বিবেককে নিতেই চাননি ছবিতে। কেননা পরিচালকের মনে হয়েছিল হয়েছিল বিবেক অনেক বেশি চাকচিক্য যুক্ত, কারণ সেই সময় সদ্য নিউ ইয়র্ক থেকে ফিরেছিলেন অভিনেতা।

   

বিবেক ওবেরয়,Vivek oberoi. Antara mali,ajay devgan,Company,Bollywood gossip,অন্তরা মালী,অজয় দেবগণ,বলিউড গসিপ,কোম্পানি

বিবেককে দেখে তাই প্রথমেই ‘না’ করে দিয়েছিলেন রাম গোপাল বর্মা। বলেছিলেন, “চান্দুর জন্য তুমি মোটেই মানানসই নও। চান্দু বস্তির ছেলে। নিউ ইয়র্ক থেকে ফিরে এই চরিত্র করা সম্ভব নয়”। ব্যস রাম গোপাল বর্মার ভক্ত বিবেক এই কথাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিয়েছিলেন।

বিবেক ওবেরয়,Vivek oberoi. Antara mali,ajay devgan,Company,Bollywood gossip,অন্তরা মালী,অজয় দেবগণ,বলিউড গসিপ,কোম্পানি

চুপিসারে বিবেক থেকে নিজেকে চান্দু করে তুলতে চলে গেলেন গেলেন মুম্বইয়ের এক বস্তিতে। ওখানেই এক ‘খোলি’ ভাড়া করে অভিনেতা শিখে নিলেন বস্তির ছেলেদের আদবকায়দা, চালচলন, কথাবার্তার ধরণ। এরপর ছেঁড়া গেঞ্জি, ফাটা প্যান্ট পরে, মুখে বিড়ি গুঁজে অভিনেতা অডিশান দিতে চলে যান সোজা রামগোপাল বর্মার অফিসে। গেটকিপার পর্যন্ত তাকে বস্তির ছেলে ভেবে প্রথমে ঢুকতে দেননি।

রামগোপাল বর্মার ঘরে ঢুকে চেয়ার টেনে বসে টেবিলে দুই পা তুলে দিয়ে বিবেক জিজ্ঞেস করেছিলেন, ‘এবার লাগছে তো চান্দু?’। উচ্ছ্বসিত হয়ে রামগোপাল বর্মা বিবেকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, ” এর চেয়ে ভালো অডিশন তিনি আগে কারোর নেননি”। এরপর ছবিটি ব্লকব্লাস্টার হয়েছিল। আজ বিবেক ওবেরয় বলিউডের প্রথম সারির অভিনেতাদের একজন।

site