• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের সমস্ত রেকর্ড ভেঙে দিল The Kashmir Files, বিবেক অগ্নিহোত্রীর সিনেমা গড়ল ইতিহাস

অবশেষে গতকালই মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা, ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। গতকাল মুক্তির পর থেকেই এক দিনের মধ্যেই বক্স অফিসে একের পর এক রেকর্ড সৃষ্টি করে চলেছে বহু প্রত্যাশিত এই সিনেমাটি। মুক্তির পর থেকেই যেভাবে এই সিনেমাটি ছক্কা হাঁকিয়ে চলেছে তাতে বলতেই হয় কাশ্মীরি পন্ডিতদের নিয়ে তৈরি পরিচালনক বিবেক অগ্নিহোত্রীর এই সিনেমা সত্যিই ‘বিবেক’ ছুঁয়েছে দর্শকদের।

জানা গেছে শুরুতেই বক্স অফিসে দুর্দান্ত লাভের দেখেছে এই সিনেমা। প্রাথমিক অনুমান অনুসারে, কাশ্মীর ফাইলস ইতিমধ্যেই ইতিহাস তৈরি করে ফেলেছে গোটা বলিউড ইন্ডাস্ট্রিতে। উল্লেখ্য জি স্টুডিও এবং তেজ নারায়ণ আগরওয়াল, অভিষেক আগরওয়াল, পল্লবী যোশী এবং বিবেক রঞ্জন অগ্নিহোত্রী দ্বারা প্রযোজিত এই সিনেমাটির মোট বাজেট ১৪ কোটি টাকা।

   

দ্য কাশ্মীর ফাইলস,The Kashmir Files,আইএমডিবি,IMDB,বিবেক রঞ্জন অগ্নিহোত্রী,Vivek Ranjan Agnihotri,Kashmiri Pandit,কাশ্মীরি পন্ডিত

কাশ্মীরি পন্ডিতদের জীবনের উপর ভিত্তি করে নির্মিত এই কাশ্মীরি ফাইলস সিনেমাটি প্রথম দিনেই প্রায় সাড়ে ৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। যা দেখে মনে করা হচ্ছে ১১ মার্চ মুক্তি পাওয়া এই ১৩ মার্চের মধ্যে অর্থাৎ সপ্তাহের শেষেই ব্যাপক ব্যাবসা করে ফেলবে। কারণ বর্তমানে হৃদয়স্পর্শী কাশ্মীরি পন্ডিতদের এই সিনেমাটি দেশজুড়ে মোট ১০০০ টি প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে বলে খবর।

দ্য কাশ্মীর ফাইলস,The Kashmir Files,আইএমডিবি,IMDB,বিবেক রঞ্জন অগ্নিহোত্রী,Vivek Ranjan Agnihotri,Kashmiri Pandit,কাশ্মীরি পন্ডিত

ছবির এই বিরাট সাফল্যের পর ট্যুইট করেছেন খোদ পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri)।টুইটারে এই সাফল্যের আনন্দ ভাগ করে তিনি জানিয়েছেন সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৪ কোটি ব্যবসা করেছে।এপ্রসঙ্গে ট্যুইট করে তিনি লিখেছেন “এক নতুন পথচলা।একটি নতুন বিপ্লব। প্রাচীনতম সভ্যতার সবচেয়ে বড় ট্র্যাজেডি নিয়ে খুব ছোট ফিল্ম দিয়ে শুরু। প্রত্যেক ভারতীয়কে কৃতজ্ঞতা। ”

জানা গেছে এরই মধ্যে বলিউডের সমস্ত সিনেমার রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কাশ্মীরি ফাইলস। জানা গেছে সিনেমা টি মুক্তির মাত্র দুই দিন আগে, ৩৭.৩ শতাংশ ভিউ স্কোর করে আইএমডিবি (IMDB)-এর সবচেয়ে প্রত্যাশিত নতুন ভারতীয় সিনেমা এবং শোগুলির তালিকায় প্রথম স্থান অর্জন করেছে। সিনেমাটিতে মিঠুন চক্রবর্তী,অনুপম খের, দর্শন কুমার, পল্লবী জোশী এবং চিন্ময় মন্ডলেকারের মতো একাধিক জনপ্রিয় অভিনেতা রয়েছেন। চোখে জল এনে দেওয়া এই সিনেমাটি ইতিমধ্যেই ‘রাধে শ্যাম’, ‘বচ্চন পান্ডে’, ‘RRR’ এবং ‘KGF2’ এর মতো একাধিক বলিউড এবং দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির ছবিকে পিছনে ফেলে দিয়ে পয়লা স্থান অর্জন করেছে।