দক্ষিণী ছবির দিকেই যেভাবে ভারতীয় চলচ্চিত্র ঝুঁকে পড়ছিল, সেখান থেকে কার্যত বলিউডকে চাঙ্গা করতে সাহায্য করেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত নতুন ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। এই ছবির মূল বিষয়বস্তু হল কাশ্মীরে হিন্দু পন্ডিতদের উপর হওয়া অকথ্য অত্যাচার। এই সিনেমাটি প্রথম দিনেই প্রায় সাড়ে ৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল। ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক।
পাশাপাশি এই ছবি পরিচালনা করে, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন পরিচালক বিবেক। তার পরিচালনা নিয়ে রীতিমতো কথা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে। ১৯৯০ সালে কাশ্মীর ছেড়ে পন্ডিতরা চলে গিয়েছিলেন, সেই নির্মম ঘটনাই ফুটে উঠেছে ছবির চিত্রনাট্যে। শুরুর দিনেই বক্স অফিসে ধামাকা দেখিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’, এবং মুক্তির ৫ দিন পরেও সেই সাফল্যে বিন্দুমাত্র ভাটা পড়েনি।
সিনেমা মুক্তির আগে প্রচারের জন্য সেভাবে বিশেষ খরচই করেননি বিবেক, অথচ ছবি মুক্তির পর বক্স অফিসে ধামাকা কালেকশন হয়েছে। তবে প্রশংসার পাশাপাশি বিবেককে নিয়ে তৈরি হয়েছে একাধিক বিতর্কও। তবে নেটিজেনদের একাংশ বাহবা দিয়েছেন দেশের বুকে চাপা পড়া এই নির্মম ইতিহাসকে তুলে আনার জন্য।
তবে এত সুন্দর সময়েও পরিচালকের একটি পুরোনো ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই পড়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মুম্বইয়ের জামা মসজিদের সামনে বসে নামাজ পড়ছেন বিবেক অগ্নিহোত্রী। এই ছবি দেখে অনেকেই তাকে বলেছেন ‘স্বার্থপর’, ‘সুযোগ সন্ধানী’। তবে এতে ছবির সাফল্য বা জনপ্রিয়তায় কোনোও ভাটাই পড়েনি।