• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘The Kashmir Files’এর একটা ঘটনা মিথ্যে হলে সিনেমা বানানো ছেড়ে দেব! চ্যালেঞ্জ বিবেক অগ্নিহোত্রীর

Published on:

Vivek Agnihotri challenges to stop making movies if one incident from The Kashmir Files is proven wrong

চলতি বছর বলিউডের (Bollywood) একাধিক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। হাতেগোনা কয়েকটি ছবি বাদে ফ্লপ হয়েছে প্রত্যেকটি সিনেমা। আর হাতেগোনা কয়েকটি হিট সিনেমার মধ্যে একটি হল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই ছবিটি। বয়কটের সিজনেও সুপারহিট হয়েছিল বিবেকের সিনেমা।

কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’। এই সিনেমা দেখতে গিয়ে বহু কাশ্মীরি পণ্ডিত চোখের জল ফেলতে ফেলতে সিনেমা হল থেকে বেরিয়েছিলেন। কিন্তু এবার সেই ছবির বিরুদ্ধেই উঠেছে ভয়ঙ্কর এক অভিযোগ।

The Kashmir Files

সম্প্রতি IFFI’এর মঞ্চে ইজরায়েলের নামী পরিচালক নাদভ ল্যাপিড বিবেকের ছবিকে একহাত নিয়েছেন। চলতি বছরের সুপারহিট এই সিনেমাকে তিনি বিবেকের ছড়ানো ‘প্রোপাগান্ডা’ এবং ‘নোংরা’ বলে কটু কথা শুনিয়েছেন। যে কারণে বেজায় চটে গিয়েছেন ছবির কলাকুশলীরা। পরিচালক বিবেক অগ্নিহোত্রীও (Vivek Agnihotri) ব্যতিক্রম নন। তাঁর পরিচালিত এই ব্লকবাস্টার সিনেমাকে একহাত নেওয়ায় প্রচণ্ড রেগে গিয়েছেন তিনি।

বিবেকের ছবি নিয়ে ইজরায়েলের পরিচালক নাদভ এমন কটু কথা বলায় তাঁকে সোশ্যাল মিডিয়াতেও বহু কটাক্ষ শুনতে হয়েছে। এবার খোদ পরিচালক বিবেক অগ্নিহোত্রী তাঁকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করলেন। ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক স্পষ্ট বলেন, ছবির এওতি তথ্যও যদি ভুল প্রমাণিত হয়, তাহলে তিন সিনেমা তৈরি করা ছেড়ে দেবেন।

Vivek Agnihotri speaking

কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার ওপর ভিত্তি করে তৈরি হওয়া এই ছবি নিয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছেন পরিচালক বিবেক। একটি নামী সংবাদমাধ্যমের কাছে তিনি নিজের একটি ভিডিও পাঠিয়েছেন। সেখানেই দেখা যাচ্ছে, বিবেক বলছেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’এর একটি ঘটনাও যদি ভুল প্রমাণিত হয় তাহলে তিনি সিনেমা বানানোই ছেড়ে দেবেন।

প্রসঙ্গত, কাশ্মীরি পণ্ডিতদের দুঃখ-কষ্টের ওপর ভিত্তি করে তৈরি হওয়া এই সিনেমা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। বক্স অফিসেও দেখা গিয়েছিল সেই ছাপ। এবার সেই ছবির দিকেই আঙুল তোলায় চটে লাল হয়ে গিয়েছেন পরিচালক বিবেক-সহ সকল কলাকুশলীরা। পরিচালকের আগে অনুপম খের এবং পল্লবী যোশীও ইজরায়েলি পরিচালককে একহাত নিয়েছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥