• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বুড়ো বয়সেও কচি নায়িকাই চাই! বলিউডের ‘বুড়ো খান’দের ধুয়ে দিলেন ‘The Kashmir Files’ পরিচালক

বলিউডের নোংরা দিক নিয়ে প্রকাশ্যে কথা বলতে একেবারেই ভয় পান না ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। একাধিকবার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মাধ্যমে ‘বলিউড মাফিয়া’ এবং তাঁদের ‘দু’নম্বরি’ নিয়ে মুখ খুলেছেন পরিচালক। এবার ফের এক বিস্ফোরক মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন তিনি।

সম্প্রতি বিবেক টুইট করে বলিউডের ৬০ বছর বয়সি অভিনেতাদের (Bollywood actors) একহাত নিয়েছেন। কীভাবে তাঁরা এই বয়সেও অল্প বয়সি নায়িকাদের সঙ্গে রোম্যান্স করার জন্য মুখিয়ে থাকেন, সেই বিষয়ে মুখ খুলেছেন পরিচালক। আর ব্যাস, সঙ্গে সঙ্গে নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে এসেছে সেই বিস্ফোরক টুইট।

   

Vivek Agnihotri

‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালক টুইটারে লেখেন, ‘কোনও সিনেমার মানের কথা ভুলে যাও। যখন একজন ৬০ বছর বয়সি নায়ক ২০/৩০ বছরের নায়িকার সঙ্গে রোম্যান্স করার জন্য মুখিয়ে থাকেন, অল্প বয়সি দেখানোর জন্য ফটোশপ করেন, তখন সত্যিই খুব বড় কিছু একটা ভুল বলিউডে রয়েছে। ‘অল্প বয়সি এবং কুল’ দেখানোর চেষ্টা বলিউডকে শেষ করে দিচ্ছে এবং শুধুমাত্র একজন মানুষ এর জন্য দায়ী’।

বিবেক নিজের টুইটে বলিউডের কোনও অভিনেতার নাম নেননি। কিন্তু তাঁর এই টুইট দেখামাত্রই নেটিজেনরা অনুমান করতে শুরু করে দেন যে, বলিউডের ‘খান ত্রয়ী’ শাহরুখ, সলমন এবং আমিরকে নিশানা করেছেন পরিচালক। কারণ তাঁদের বয়স প্রায় ৬০ বছরের কাছাকাছি হতে চলল এবং এখনও তাঁরা অল্প বয়সি নায়িকাদের সঙ্গে বড় পর্দায় চুটিয়ে রোম্যান্স করে যাচ্ছেন। কেউ কেউ আবার বলছেন, বিবেকের নিশানায় ‘খান ত্রয়ী’র সঙ্গেও ‘খিলাড়ি’ অক্ষয় কুমারও রয়েছেন।

Shah Rukh Salman and Aamir

একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘অক্ষয় কুমার এই দৌড়ে সবার আগে রয়েছেন। যেভাবে ওনার বয়স বাড়ছে, উনি সেই হিসেবে ৪০ দিনে বাদামের মতো করে সিনেমা তৈরি করছেন। এরপর নাম আসে খানদের। ওনারা সিনেমা বানালে আমাদের কোনও অসুবিধা নেই। কিন্তু কোনও সাংবাদিক যদি হিন্দুদের রীতি নিয়ে ওনাদের কিছু জিজ্ঞেস করেন, তখন ওনাদের মুখ বন্ধ রাখাই উচিত’।

একজন আবার বলিউড থেকে বেরিয়ে সাউথ ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্তকেও নিশানা করেছেন। তিনি লিখেছেন, ‘স্যার, শুধু বলিউড কেন? সাউথে রজনীকান্ত ২০ বছর ধরে এটাই করছেন। ওনাকে কেন নিশানা করছেন না? নিজের দলের লোক বলে?’ সব মিলিয়ে বিবেকের এই টুইট যে নেটদুনিয়ার চর্চার কেন্দ্রে চলে এসেছে, এই বিষয়ে আর কোনও দ্বিমত নেই।