• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের দুর্দশার জন্য দায়ী এই বাদশা-সুলতানরাই! নাম না নিয়ে শাহরুখ-সালমানকে এক হাত নিলেন বিবেক

বলিউড ইন্ডাস্ট্রিতে বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) নামটা বর্তমানে বেশ পরিচিত। দক্ষিণী ছবির জেরে যখন বেহাল দশা বলিউডের তখন তাঁর পরিচালিত ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবি কাঁপিয়েছে বক্স অফিস। কাশ্মীরি পণ্ডিতদের ওপর হওয়া অত্যাচারের কাহিনী ও মর্মান্তিক গণহত্যার কাহিনী তুলে ধরা হয়েছে এই ছবিতে। যা দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছিল, দীর্ঘদিন ধরে সিনেমাহলে হাউসফুল হয়েছিল ছবি।

ছবির ব্যাপক সাফল্যের পর থেকেই বেশ খ্যাতি পেয়ে গিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। বর্তমান সময়ে দাঁড়িয়ে নানা ব্যাপারে মতামত দিতে দেখা যায় তাঁকে। আর এবার সম্প্রতিকালে চলতে থাকা বলিউডের দুর্দশা নিয়ে মুখ খুলেছেন পরিচালক। ইন্ডাস্ট্রির দিন দিন অবনতি হওয়ার পিওচোন বাদশাহ শাহরুখ খান (Shahrukh Khan) ও সুলতান সালমান খানকে (Salman Khan) দুষেছেন তিনি!

   

Vivek Agnihotri talking about bollywood

যদিও সোজা নাম নেননি, তবে তাঁর ইঙ্গিত বুঝতে অসুবিধা হয়নি কারোরই। সম্প্রতি একটি টুইট করেছেন বিবেক। যাতে লেখা রয়েছে, ‘যতদিন বলিউডে কিং, বাদশাহ সুলতানরা থাকবে ততদিন ডুবতেই থাকবে। মানুষের জন্য ইন্ডাস্ট্রি তৈরী করুন মানুষের কাহিনী নিয়ে। এটাই একটা বিশ্বমানের ফিল্ম ইন্ডাস্ট্রির নেতৃত্ত্ব দেবে।’

পরিচালকের এই টুইট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। আর শুধু তাই নয় নেটিজেনদের একটা অংশ তাকে সমর্থনও জানিয়েছে। তবে বিবেকের এই মন্তব্যের জেরে বেজায় চটেছে শাহরুখভক্তরা। বাদশা, ভাইজান ফ্যানরা তাকে মনে করিয়ে দিয়েছেন, ‘এই দুই খানই কিন্তু এতদিন বলিউডকে জনপ্রিয়তার শিখরে তুলে এনেছে। সেই সময় বিবেক অগ্নিহোত্রী কোথায় ছিলেন?

Shahrukh Khan Salman Khan Angry Look

প্রসঙ্গত, ১১ই মার্চ রিলিজ হয়েছিল ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ ছবিটি। ছবির রিলিজের পর কাহিনী সামনে আসতেই শুরু হয় চর্চা। ছবির রেটিংয়ের ওয়েবসাইট IMDb তে এই ছবির রেটিং রীতিমত হার মানিয়েছে বিগ বাজেট বলিউডের ছবিকেও। দক্ষিণী ছবি যেখানে বলে বলে মাত দিচ্ছিল বলিউডকে সেখানে কাশ্মীরি পণ্ডিতদের কাহিনী ৮.৩ পয়েন্ট পেয়েছে। যেটা মাত্র ০.২ পয়েন্ট কম কেজিএফ ২ এর থেকে।

অক্ষয় কুমার, সালমান খানের ছবি যেখানে ভালো ব্যবসা করতে পারেনি বক্স অফিসে সেখানে এই ছবির সাফল্য সত্যিই ছিল চোখে পড়ার মত। তাছাড়া ছবির কাহিনী নিয়েও গোটা দেশ নিয়েই চর্চা শুরু হয়েছিল। যেটা খুব কম ছবির ক্ষেত্রেই হয়ে  থাকে।