• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নাকে নাক ঘষে মেয়েকে আদর করছেন বিরাট! ৬ মাসে ভামিকার অদেখা ছবি প্রকাশ করলেন ‘বিরুষ্কা’

Published on:

অনুষ্কা শর্মা,বিরাট কোহলি,ভামিকা,বলিউড,Anushka Sharma,Virat kohli,vamika,Bollywood

আজ থেকে ঠিক ৬ মাস আগেই বিরাট (Virat kohli) অনুষ্কার (Anushka Sharma) ঘর আলো করে এসেছিল তাদের ফুটফুটে কণ্যা সন্তান ভামিকা (Vamika)। কন্য সন্তানের নাম ভেবে চিন্তেই দিয়েছেন নতুন বাবা-মা। জানা যায়, হিন্দু পুরাণ মতে মা দূর্গার আরেক নাম ভামিকা, আবার শিবের ডান পাশের স্থানের নামও ভামিকা।

মা- বাবা হওয়ার পরে সংবাদ মাধ্যমের কাছে একটু সময় চেয়ে নিয়েছিলেন ‘বিরুষ্কা’। তারা সাফ জানিয়েছিলেন সদ্যজাত ভামিকাকে তারা সংবাদ মাধ্যমের প্রতিদিনের চর্চার বিষয় করে তুলতে চাননা। ধীরে ধীরে ফের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে দেখা যাচ্ছে নিউ মম্মা অনুষ্কাকে। জন্মের পরই পাপারাৎজিদের মেয়ের ছবি প্রকাশ্যে আনতে নিষেধ করে দিয়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সকলকে উপহারও পাঠিয়েছিলেন তারা।

অনুষ্কা শর্মা,বিরাট কোহলি,ভামিকা,বলিউড,Anushka Sharma,Virat kohli,vamika,Bollywood

মেয়ের ৬ মাসের জন্মদিনে এবার ভামিকার থেকে বেশ খানিকটা পর্দা সরালেন অনুষ্কা। তবে এবারেও মেয়ের মুখ দেখাননি তারকা দম্পতি। তবে এটুকু দেখার প্রত্যাশাতেই এতদিন পর্যন্ত চাতকের মতো অপেক্ষায় ছিলেন বিরুষ্কার অনুরাগীরা। অবশেষে দুধের স্বাদ ঘোলে মেটালেন তারকা দম্পতি।

অনুষ্কা শর্মা,বিরাট কোহলি,ভামিকা,বলিউড,Anushka Sharma,Virat kohli,vamika,Bollywood

বেশ কায়দা করেই ছবি তুলেছেন তারা। কখনও অনুষ্কার কোলে ভামিকা শুয়ে। কখনও বা সাদা- গোলাপি ফ্রকে বিরাটের কোলে সে। কখনও আবার খুদে স্নিকারে তার উপস্থিতি স্পষ্ট। অথচ কোনও ছবিতে কিন্তু ভামিকার মুখ দেখা যাচ্ছে না।

অনুষ্কা শর্মা,বিরাট কোহলি,ভামিকা,বলিউড,Anushka Sharma,Virat kohli,vamika,Bollywood

এদিন ‘সিক্স মান্থ বার্থ ডে’ উপলক্ষে একটি ফন্ডেন্ট কেক কাটেন তাঁরা। ছোট ছোট ফুল এবং প্রজাপতিতে সাজানো কেকটির ছবি আপলোড করে অনুষ্কা লেখেন, ‘দুই থেকে তিন হওয়ার ছ’ মাস পূর্ণ হল। ওর হাসি আমাদের গোটা দুনিয়া বদলে দিয়েছে। আশা করি লিটল ওয়ান আমাদের দিকে যতটা ভালোবাসা নিয়ে তাকায়, ততটা ভালোবাসা আমরা ওকে দিতে পারব’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥