মানুষ মানেই ভ্রমণপ্রেমী, মাঝে মধ্যেই সুযোগ পেলে ঘুরতে কে না ভালোবসে বলুন তো। কেউ পাহাড় ভালোবসেন তো কেউ সমুদ্র, অনেকে আবার জঙ্গল পছন্দ করেন। আর ঘুরতে গিয়ে নানান অভিজ্ঞতার মুখোমুখি হই আমরা প্রত্যেকেই। অনেকে ঘুরতে যাবার বিশেষ মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করে শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। আর শেয়ার করা সেই ভিডিও ধীরে ধীরে কখন যে ভাইরাল ভিডিও (Viral Video) হয়ে যায় তা বোঝাই যায় না।
তবে, ভিডিও একবার ভাইরাল হয়ে গেলে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। যার ফলে আমরা অনেকেই এমন কিছু দৃশ্য দেখতে পাই যা হয়তো চোখে না দেখলে বিশ্বাসী করতে পারতাম না। বা ভাইরাল ভিডিওতে সেই ঘটনাগুলি না দেখলে হয়তো জানতামও না যে এমনটাও হতে পারে।
সাধারণত মানুষ বন্যা জীবজন্তুদের থেকে বেশ ভয় পায়। যার গেলে অনেকেই ঘুরতে যাবার জন্য জঙ্গলকে খানিক কোনঠাসা করে নেন। কিন্তু কিছু মানুষ আবার জঙ্গলকেই বেঁচে নেন ভ্রমণের গন্তব্য হিসাবে। আর জঙ্গলের পশুপাখিদের নানা ছবি ও ভিডিও নিজেদের ক্যামেরাবন্দি করেন ঘুটে গিয়ে। অনেক সময় ভিডিও রেকর্ড করতে গিয়ে বিপত্তিও ঘটে।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে পাঁচিলে ঘেরা রাস্তার মধ্যে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে। আর সেখানেই হটাৎ বনের মধ্যে থেকে এক বাঘ উঠে আসে পাচিলের ওপরে। উপস্থিত কিছু মানুষ বাঘটিকে চোখের সামনে আস্তে দেখে ভয়ে কাঁটা হয়ে যান। আবার কিছু মানুষ এই গোটা ঘটনাকে ক্যামেরাবন্দি করেন। আর সেই ক্যামেরাবন্দি ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
ভিডিওটি সুশান্ত নন্দ নামের এক ভারতীয় বন বিভাগের কর্মকর্তা শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করে সেখানকার পর্যটকদের ব্যবহারের নিন্দা করেছেন সুশান্ত। আর তার শেয়ার করা এই ভিডিওটি এপর্যন্ত প্রায় ২০ হাজারের মত মানুষ দেখেছেন। যার ফলে ভিডিওটি ভাইরাল ভিডিওতে পরিণত হয়েছে।