• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সমাজের জঞ্জাল পরিষ্কার করেই কাটে সারাদিন! খালি গলায় গান গেয়ে তাক লাগল দুই ভাই

Published on:

ভাইরাল ভিডিও Viral Video two brothers singing

বর্তমানের ইন্টারনেটের যুগে খুব কমই এমন লোক পাওয়া যাবে যারা ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। ছোট থেকে বড় সকলেই সোশ্যাল মিডিয়াতে মত্ত। সোশ্যাল মিডিয়াতে রোজই হাজারো ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে। অনেকেই নিজের অসাধারণ প্রতিভাভিডিওর মাধ্যমে শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। আবার কিছু ভিডিওতে পশু পাখিদের নানান কীর্তি দেখা যায়। আবার এমন কিছু কীর্তি কলাপ ভাইরাল হয় যা দেখে হাসতে হাসতে গড়াগড়ি দিতে হয়।

ভাইরাল ভিডিওতে অনেক মজাদার জিনিস থাকে দেখবার মত। এই যেমন কোনো এক ব্যক্তি অবিকল পশু পাখিদের মত আওয়াজ বের করে দেন গলা দিয়ে। তো কেউ আবার অভিনব পদ্ধতিতে মাছ ধরা দেখিয়ে দেয়। মাছ ধরার এমন সমস্ত পদ্ধতি দেখায় ভিডিওগুলিতে যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়। কিছুদিন আগেই এধরণের একটি মাছ ধারার ভিডিও ভাইরাল হয়েছিল যা দেখে সত্যিই অবাক হতে হয়।

সম্প্রতি দুই প্রতিভাধারী যুবকের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে দুই ভাইকে দুর্দান্ত গানের গলায় গান করতে দেখা যাচ্ছে। ঠিক যেমন রানা ঘাটের রানুমণ্ডল হটাৎই স্টেশনে ভিখারি থেকে উঠে এসেছিলেন, বিশাল খ্যাতি হয়েছিল তার। তেমনি এই দুই ভাইয়ের গলাও কোনো ভালো সুরকারের থেকে কম নয়।

ভাইরাল ভিডিও Viral Video two brothers singing

ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে ময়লা পরিষ্কারের কাজ করে হাফিজ ও হাবিবুর দুজনেই। আর দিল্লির রাস্তায় সমাজের নোংরা আবর্জনা পরিষ্কার করতে করতেই নিজেদের খালি গলায় গান চালিয়ে যান দুজনে। দুজনের গানের এই অদম্য প্রতিভা কোনো একব্যক্তির নজরে আসে। ওই ব্যক্তি এই দুই ভাইয়ের গানের ভিডিও রেকর্ড করে শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। যেটা চোখে পরে যায় মাহিন্দ্রা গ্রুপের সিইও আনন্দ মাহিন্দ্রার।

আনন্দ মাহিন্দ্রা নিজেও এই দুই ভাইয়ের অসাধারণ গানের প্রতিভার ভিডিও শেয়ার করেছেন নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে। আর শেয়ার হবার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে পড়েছে এই ভিডিওটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥