• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শিকার নিয়ে ভয়ঙ্কর লড়াই দুই বিষধর সাপের মধ্যে, নেটপাড়ায় তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়াতে হাজারো ভিডিও রোজ ভাইরাল (Viral Video) হচ্ছে। ভাইরাল ভিডিও গুলির মধ্যে কখনো হাসি মজা তো কখনো ভয়ংকর সব দৃশ্য দেখা যায়। মানুষ থেকে শুরু করে বন্য পশু পাখি, সাপ খোপ সবরকম ভিডিওই দেখা যায়। আসলে সোশ্যাল মিডিয়াতে ভিডিও শেয়ার করলে অল্পসময়েই প্রচুর মানুষ তা দেখে নেয়। আর এই কারণেই অল্পসময়েই ভাইরাল হয়ে পরে ভিডিওগুলি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সাপের (Snake) একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে একটি নয় দুটি বিষধর সাপকে দেখা যাচ্ছে। প্রতিবছর বিষধর সাপের কামড়ে পৃথিবীতে কমপক্ষে 80 হাজার মানুষের মৃত্যু হয়। এইসব সাপখোপ থেকে দশ হাত দূরে থাকতেই পছন্দ করেন মানুষেরা। অনেকে তো সাপ নাম শুনলেই কেমন আটকে ওঠেন। সামনে  দেখলে তো আর কথাই নেই! সাধারণত বনের মধ্যেই বসবাস সাপেদের তবে মাঝে মধ্যেই খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পরে। আর তখনি আত্মারাম খাঁচা হবার জোগাড় হয় কিছু মানুষের।

   

ভাইরাল এই ভিডিওতে দুটি সাপের মধ্যে খাবার নিয়ে ভয়ংকর যুদ্ধ হতে দেখা যাচ্ছে। আসলে সাপ দুটিই খাবারের সন্ধানে বেরিয়েছে। আর তাদের মধ্যে একজন একটি ব্যাঙকে শিকার বানিয়েছে।  সেই শিকারকে নিয়েই যত সমস্যা। নিজের শিকার দিতে নারাজ এক সাপ তো আরেকজনও শিকার নিজের করতে লড়াই করতে প্রস্তুত। আর খাবারের জন্য সংর্ষে লিপ্ত এই দুই সাপ লড়াইয়ের পথ বেছে নিয়েছে। শিকারের জন্য সাপেদের এই লড়াইয়ের ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।