আজকাল ছোট থেকে বড় প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে বুদ হয়ে রয়েছে। সময় পেলেই হাতে মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়াতে উঁকি মেরে আসছে আট থেকে আশি। আসলে সোশ্যাল মিডিয়াতে আজকাল প্রচুর ভিডিও বা বলতে গেলে ভাইরাল ভিডিও (Viral Video) দেখতে পাওয়া যায়। যেগুলি দেখতে দেখতে কখন যে সময় চলে যায় তা বোঝাই যায় না। কখনো মজার তো কখনো অবাক করে দেবার মত এই সমস্ত ভিডিও দেখতে বেশ ভালো লাগে নেটিজেনদের।
ভাইরাল এই ভিডিও গুলিতে যেমন হাসির জিনিস দেখতে পাওয়া যায়। তেমনি দেখতে পাওয়া যায় অদ্ভুত সমস্ত কাণ্ডকারখানার ভিডিও। কিছু ভিডিওতে আবার ভয়ংকর দৃশ্যের সম্মুখীন হতে হয়। আবার অনেকেই নিজেদের প্রতিভার প্রচারের মাধ্যম হিসাবে এটিকে বেছে নিয়েছেন। কারণ বিনামূল্যেই এক মুহূর্তে লক্ষ লক্ষ মানুষের কাছে নিজের ভিডিও পৌঁছে দেওয়া যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে যায় হোক সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ভিডিও দেখে কিন্তু বেশ খানিকটা সময় কেটে যায় সকলেরই।
সম্প্রতি একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটি দেখে রীতিমত গায়ের লোম খাড়া হয়ে যাবার মত অবস্থা দর্শকদের। কারণ ভিডিওতে চোখের সামনে লাফ মেরে হরিণ (Deer) শিকারের দৃশ্য দেখতে পেয়েছেন কিছু ট্যুরিস্ট। ভেবে দেখুন তো চিড়িয়াখানায় খাঁচা বন্দি সিংহ (Lion) দেখেই অনেকে ভয়পেয়ে যান। সেখানে যদি চোখের সামনে দেখতে পান সিংকে তাও আবার কোনো খাঁচা ছাড়াই শিকারের মুডে। বুঝতেই পারছেন কিরখম অবস্থা হতে পারে।
আসলে অনেক জঙ্গলেই আজকাল সাফারির (Safari) ব্যবস্থা থাকে। সাফারি মানে হল ট্যুরিস্টদের জঙ্গলের মধ্যে দিয়ে স্পেশাল গাড়িতে করে নিয়ে গিয়ে চোখের সামনে একেবারে ন্যাচারাল পরিবেশে বন্য জীবজন্তুদের দেখানো। হরিণ হাতি থেকে শুরু করে বাঘ সিংহ পর্যন্ত সমস্ত প্রাণীদেরই দেখা মিলতে পারে এই সাফারি রাইডে। ভিডিওতেও এমনই একটি সাফারি রাইডে বেড়িয়েছেন কিছু দর্শক।
https://twitter.com/sweetsanade/status/1381427775203110912
সাফারিতে টুরিস্টদের গাড়ির সামনেই হরিণকে শিকারের উদ্দেশ্যে তারা করে লাফ মারে সিংহ। গাড়ির থেকে কিছুটা দূরেই হরিণটির ঘাড়ে দাঁত বসিয়ে শিকার করেছে সিংহটি। এমন মুহূর্ত চাক্ষুষ দর্শক করা খুব কম মানুষের ভাগ্যেই হয়। গোটা ঘটনার দৃশ্যটি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। আর শেয়ার হবার পর থেকে ইতিমধ্যেই ২৫ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। ভিডিওটি ব্যাপক পরিমানে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।