আজকাল প্রায় সকলেরই হাতে স্মার্টফোন চলে এসেছে। আর স্মার্টফোন আসার সাথে সাথেই এসেছে ক্যামেরা ও ইন্টারনেট। মোবাইলের ক্যামেরায় রোজকার নানান মুহূর্তের ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করে শেয়ার করা বলতে গেলে অভ্যাসে পরিণত হয়েছে আমাদের। আর এই সমস্ত ভিডিওগুলিই ভাইরাল ভিডিওতে (Viral Video) পরিণত হয় সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল হওয়া হাজারো ভিডিওটি কত কিছুই না দেখবার মত থাকে। কিছু ভিডিও দেখে হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যায় তো কিছু ভিডিও দেখে অবাক হয়ে যেতে হয়।
আসলে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু প্রতিভা রয়েছে। যেটা আগে সময় তথা প্রশিক্ষণ ও যথাযথ মঞ্চের অভাবে হারিয়ে যেত বা বলা ভালো প্রকাশ পেত না। কিন্তু ইন্টারনেটের যুগে এখন সোশ্যাল মিডিয়াকেই প্রচারের মাধ্যমে হিসাবে ধরে নিয়েছেন অজস্র প্রতিভাধারীরা। আর তাদের নানান প্রতিভার ভিডিও রেকর্ড করে শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। যা মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় ও ভাইরাল হয়ে পরে।
এই যেমন ধরুন এই খুদে প্রতিভাধারীর কথা। যে বয়সে ABCD বলতে শেখে বাচ্চারা সেই বয়সেই ভগবান কৃষ্ণ (Krishna) নামের ভজন গাইতে পারে এই ছোট্ট ছেলেটি। সাধারণত বয়সকালে ধর্মকর্মের পথ বেছে নেন অনেকেই। তাই ভজন কৃষ্ণ নাম এই সমস্ত নিয়ে জীবনের শেষের দিকটা কাটান। তবে অনেকেই আবার ছোট থেকেই কৃষ্ণনামে মাতোয়ারা হন। আর এই খুদে ছেলেটির হয় তার জলজ্যান্ত প্রমাণ।
ভজনের অনুষ্ঠানে দিব্যি কৃষ্ণ নাম নিয়ে ভজন গেয়ে শোনাচ্ছে এই ছেলেটি। ভিডিওতে মায়ের কোলে বসে থাকতে দেখা যাচ্ছে খুদে ছেলেটিকে। তাঁর মা তার মুখের সামনে মাইকটি ধরেছে, আর কৃষ্ণ কৃষ্ণ করে দুর্দান্ত ভজন গাইছে সে। যে বয়সে বর্ণপরিচয় মনে রাখতে কষ্ট করতে হয় কিছু ছেলেমেয়েদের সেই বয়সে গোটা ভজন মুখস্ত করে ফেলেছে এই ছেলেটি।
খুদে ছেলের এই ভজনের ভিডিও ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। আর শেয়ার হবার পর থেকেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি। ইতিমধ্যেই ৫ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন ভিডিওটি। সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিওটি দেখে। আর ছোট্ট ছেলের ভজনের প্রশংসায় মন্তব্য করেছে ১১ হাজারেরও বেশি মানুষ।