• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভাইজানের ছবি রাধের ‘সিটি মার’ গানে দুর্দান্ত নাচ হাসপাতালের ডাক্তারদের, নিমেষে ভাইরাল ভিডিও

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে রীতিমত বিপর্যস্ত গোটা দেশ। হাসপাতালের বেড থেকে শুরু করে নিঃশ্বাস নেবার অক্সিজেনের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন মানুষ। আবার বেড অক্সিজেন পেলেও যে প্রাণ বেঁচে যাচ্ছে তা নয়। অনেক সময় বেড পেতে পেতেই প্রাণ হারাচ্ছেন মধ্যবয়সী ছেলে মেয়ে থেকে শুরু করে বয়স্করা। দেশের ডাক্তার আর নার্সদের যেন কঠিন অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আপ্রাণ চেষ্টা করছেন তারা মানুষকে বাঁচানোর জন্য।

ভয়াবহ এই পরিস্থিতিতে রোজ হাজারো লোকের মৃত্যুর খবর ভেসে আসছে চারিদিক থেকে। তবে এর মাঝে কিছু ভাইরাল ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যা মন ভালো করে দেয়। সম্প্রতি এমনই একটি ভিডিও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে দেখা যাচ্ছে মুখ মাস্ক লাগিয়েই নাচতে লেগেছেন হাসপাতালের ডাক্তাররা। দেশের এই করোনা পরিস্থিতিতে অক্লান্ত পরিশ্রম করে মানুষকে বাঁচিয়ে চলেছেন ডাক্তারবাবুরা।

   

VIral Video of Doctors dancing on salman khan movie radhe song siti maar

দিবারাত্রি কাজের মাঝে এটুকু বিনোদন তাদের পাওনা হতেই পারে। ভিডিওতে সম্প্রতি রিলিজ হওয়া সালমান খানের রাধে ছবির সিটি মার গানের সুরের সাথে তাল মিলিয়ে নাচতে দেখা গেল ডাক্তারবাবুদের। ঈদ উপলক্ষে সালমান খান ও দিশা পাটানির এই ছবিটি মুক্তি পেয়েছে। প্রথমে সিনেমা হলে মুক্তি পাবার কথা ছিল। তবে করোনা মহামারীর জেরে লকডাউন ঘোষণা হওয়ায় ওটিটি প্লাটফর্মে রিলিজ করা হয়েছে ছবিটি।

 

View this post on Instagram

 

A post shared by Team Disha (@teamdishap)

নতুন ছবির হিট গানে  ডাক্তারদের এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হলেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে। ইতিমধ্যেই ৩৩ হাজারেরও বেশি ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে। প্রসঙ্গত, রাধে ছবির গানটি হিট হলেও ছবিটি নাকি একেবারেই ভালো হয়নি। এমনটাই মতামত দর্শকদের অধিকাংশের। তাছাড়া IMDB রেটিংয়ে ১০ এর মধ্যে মাত্র ২.০ পয়েন্ট পেয়েছে রাধে ছবিটি।