আজকাল সকাল হোক বা বিকাল সোশ্যাল মিডিয়াতে মানুষের ভিড় বজায় রয়েছে সর্বদাই। ছোট থেকে বড় সকলেই সময় পেলেই ফোনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত। আসলে দীর্ঘ লকডাউনের সময় এই সোশ্যাল মিডিয়া দিয়েই সময় কেটেছে একটা বড় অংশের মানুষেদের। সারা দিন ঘটবন্দি থাকা অবস্থায় স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ায় ছিল সঙ্গী। সোশ্যাল মিডিয়াতে নানা ধরণের ভাইরাল ভিডিওতে (Viral Video) ছড়াছড়ি, সেগুলো দেখলেই সময় কেটে যায় অনেকটা।
ভাইরাল এই ভিডিওগুলিতে কতকিছুই না থাকে দেখবার মত। কখনো মজার সব কান্ড কারখানা তো কখনো আবার ভয়ংকর সব দৃশ্য। মানুষ থেকে শুরু করে পশু পাখি প্রায় সকলেরই দর্শন মেলে এই ভিডিওগুলিতে। আর ভিডিওতে কিছু বাচ্চাদের দেখতে পাওয়া যায়। কেউ দুর্দান্ত গান জানে তো কেউ আবার দারুন নাচতে পারে।
এমনিতেই বাচ্চা দেখলেই মন ভালো হয়ে যায়। আর বাচ্চা ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তাই সোশ্যাল মিডিয়াতে বাচ্চাদের নানান প্রতিভার ভিডিও দারুন ভাইরাল হয়।সম্প্রতি একটি ছোট্ট মেয়ের ভিডিও দারুন ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
ভিডিওতে ছোট্ট মেয়েটিকে একেরপর এক প্রশ্ন করা হচ্ছে, যার তৎক্ষণাৎই একটি করে মিষ্টি উত্তর মিলেছে। যেমন ধরুন, যদি বলা হয় তোমার পেটুটা খেয়ে নেব? তাহলে উত্তর আসছে তাহলে আমার পেট কি করে ভরবে! আবার তাকে যখন জিজ্ঞাসা করা হয় তোমার চুলটা খেয়ে নেবো তখন সে বলে তাহলে কি করে চুল আঁচড়াবে! আসলে ছোট্ট মেয়েটির সাথে মজা করছিল ক্যামেরার ওপাশের ব্যক্তি।
ছোট্ট মেয়েটির সাথে মোহর এই মুহূর্ত শেয়ার করেছেন সৃঞ্জয় মুখার্জী নামের এক বাদ্যশিল্পী। পুচকে মেয়ের সাথে এমনি মিষ্টি কথোপকথন কি আর ভাইরাল না হয়ে থাকে নাকি! শেয়ার হবার পর থেকেই সেই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।