সোশ্যাল মিডিয়াতে হাজারো ভাইরাল ভিডিওর (Viral Video) মাঝে কিছু ভিডিও সত্যি মন ভালো করে দেয়। মানুষ তো আছেই মাঝে মাঝে কিছু পশু পাখিদের কান্ড কারখানাও মন ভালো করে দেয়। আজ সেরকম একটি ভিডিও আপাদের সাথে শেয়ার করে নিতে চাই। যেখানে বোঝা যাচ্ছে “মা তো মা-ই হয়!” এই কথা চির সত্যি। কারণ একজন মা তার সন্তানকে যেমন লালন পালন করে বড় করে তোলে তেমনি তাকে আগলেও রাখে।
সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে যেখানে এক মা এর সন্তানদের আগলে রাখার সাথে সাহসের উদাহরণ দেখিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি মুরগি তার ছানা পোনা দের নিয়ে দিব্যি বসে ছিল। কিন্তু সেই সময় সেখানে একটি বিষধর সাপ সেখানে এসে হাজির হয়। সাপটি ধীরে ধীরে মুরগিটি ও তার ছানা পোনাদের দিকে এগোতে থাকে। তখনই ঠিক একজন মা যেভাবে নিজের সন্তানদের আগলে রাখে সুরক্ষিত রাখে তেমনি ভাবেই মুরগিটি তার সন্তানদের রক্ষার্থে সাপটিকে তাড়াবার চেষ্টা করতে থাকে।
মায়েরা যেমন সন্তানের সুরক্ষার্থে কোনো ত্রূটি রাখে না তেমনি মুরগিটিও নিজের প্রাণ বাজি রেখে সাপটিকে তাড়াবার চেষ্টা করতে থাকে। তেমনি মুরগিটিও তার ছানাদের নিজের পিছনে লুকিয়ে নেবার চেষ্টা করে। এরপর যখন সাপটি তাদের দিকে এগোতে থাকে তখন সাপটিকে তাড়ানোরও খানিক চেষ্টা করে মুরগিটি। কিন্তু তাতে ব্যর্থ হয়, এরপর সাপটি মুরগিটিকে ছোবল মারার চেষ্টা করতে থাকে। তখন মুরগিটি ডানা ঝাপটে সেখান থেকে পালিয়ে যায়।
শেষমেশ সাপটি নিজের হার শিকার করে ও সেখান থেকে চলে যায়। অর্থাৎ মা মুরগি তার সন্তানদের বাঁচাতে সফল হয়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবার পর থেকেই তা ভাইরাল হয়ে পড়েছি। একজন মা যে তার সন্তানদের জন্য সবকিছু করতে পারেন তারই আরেক উদাহরণ এই ভিডিও।
https://youtu.be/dt3_h8-FznI