বর্তমানের ইন্টারনেটের যুগে খুব কমই এমন লোক পাওয়া যাবে যারা ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। ছোট থেকে বড় সকলেই সোশ্যাল মিডিয়াতে মত্ত। সোশ্যাল মিডিয়াতে রোজই হাজারো ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে। অনেকেই নিজের অসাধারণ প্রতিভাভিডিওর মাধ্যমে শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। আবার কিছু ভিডিওতে পশু পাখিদের নানান কীর্তি দেখা যায়। আবার এমন কিছু কীর্তি কলাপ ভাইরাল হয় যা দেখে হাসতে হাসতে গড়াগড়ি দিতে হয়।
ভাইরাল ভিডিওতে অনেক মজাদার জিনিস থাকে দেখবার মত। এই যেমন কোনো এক ব্যক্তি অবিকল পশু পাখিদের মত আওয়াজ বের করে দেন গলা দিয়ে। তো কেউ আবার অভিনব পদ্ধতিতে মাছ ধরা দেখিয়ে দেয়। মাছ ধরার এমন সমস্ত পদ্ধতি দেখায় ভিডিওগুলিতে যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়। কিছুদিন আগেই এধরণের একটি মাছ ধারার ভিডিও ভাইরাল হয়েছিল যা দেখে সত্যিই অবাক হতে হয়।
সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটিতে এক খুদে ছেলের প্রতিভার দেখা মিলেছে। ভিডিওতে ছেলেটি তেলের টিন বাজিয়েই বাদ্যযন্ত্রের মত আওয়াজ করছে। আর সাথে সাথে গলা মিলিয়ে সুর তুলে দারুন গানও গাইছে।
ভিডিওতে দেখা যাচ্ছে ছেলেটি বাহুবলি সিনেমার গান ‘জিও রে বাহুবলি গানটি গেয়ে শোনাচ্ছে। আর তার সাথে হাত দিয়েই টিনের সাহায্যে বাজনা বাজিয়ে চলেছে। ছোট্ট ছেলের দারুন কণ্ঠ আর সাথে এমন বাজনা সব মিলে তাঁর যে প্রতিভা রয়েছে তা বোঝাই যাচ্ছে। এখানেই শেষ নয়, যেমনটা জানা যাচ্ছে ভিডিওর এই খুদে শিল্পী আবার দুর্ভাগ্যবশত দৃষ্টিহীন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবার পর থেকেই লক্ষ লক্ষ লোকে ভিডিওটি দেখেছেন ও খুদে শিল্পীর প্রশংসা করেছেন। আর ভিডিওটি ধরিয়ে ধীরে ভাইরাল ভিডিওতে পরিণত হয়েছে।