আজকাল ইন্টারনেটের যুগে মানুষের হাতে হাতে রয়েছে স্মার্টফোন। আর স্মার্টফোনের সাথে সাথে পপুলার হয়েছে সোশ্যাল মিডিয়া। চোখের সামনে কোনো ঘটনা ঘটলেই তা ক্যামেরাবন্দি করতে বেশ পটু আজকাল সকলেই। আর এই কারণেই আজকাল সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন হাজারো ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে পরে। এই সমস্ত ভাইরাল ভিডিও গুলির মধ্যে কখনো মানুষের তো কখনো পশুপাখিদের নানান আজব সমস্ত কীর্তিকলাপ দেখা যায় এই সমস্ত ভিডিওগুলির মধ্যে।
কেউ মুখ দিয়েই নানান পশুপাখির আওয়াজ বের করে দেখাতে পারে। আবার কখনো বনের হাতির রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে কলা চুরির ভিডিও দেখতে পাওয়া যায়। আবার অনেক প্রতিভার ভিডিও থাকে এই ভিডিওগুলির মধ্যে। নাচ গান থেকে শুরু করে কত সব বিরল প্রতিভার দেখা মেলে ভাইরাল ভিডিওর মধ্যে দিয়ে।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে সদ্য বিয়ে হওয়া বর কণে একসাথে খেতে বসেছে দেখতে পাওয়া যাচ্ছে। বিয়ের দিন বিয়ে মিটে যাবার পর বা বৌভাতের দিন শেষের দিকে বর বউ মিলে খেতে বসে এটাতো খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেক্ষেত্রে নতুন বউ রীতিমত লজ্জাতেই খাবার কম খেয়ে উঠে পড়ে।
কিন্তু এবার দেখাগেল একেবারে উল্টোটা। বিয়েরপর চুপচাপ খাবার কাছে বর। আর খেতে বসে মাংসের হাড় চুষে চুষে পরম তৃপ্তিতে খাচ্ছে নতুন বউ (Newly Married Bride)। আর তাকে লজ্জা পেয়ে খেতে বলায়, নতুন বউ বলে ওঠে ‘আমার বিয়েতে আমি লজ্জা করে খাবো কেন’ !এই ঘটনার ভিডিও রেকর্ড করেছেন বিয়ে বাড়িরই কেউ একজন। আর সেই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।
নতুন বউয়ের এমন খাওয়ার হাড় চুষে চুষে মাংস খাবার ভিডিও দেখে রীতিমত অবাক হয়েছেন নেটিজেনরা। অনেকেই আবার আর ভিডিওটি শেয়ার হবার পর থেকেই ধীরে ধীরে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।