• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পড়াশোনা ভালো লাগে না! বিয়ের করতে চেয়ে মায়ের কাছে আবেদন খুদের, দেখুন মজার ভিডিও

Published on:

ভাইরাল ভিডিও Viral Video little boy wants to get married

সোশ্যাল মিডিয়া এখন বিনোদনের ওপর নাম। সারা পৃথিবীর কত আজব ঘটনার ভাইরাল ভিডিও (Viral Video) দেখা যায় এই সোশ্যাল মিডিয়াতে। কখনো হাসি মজার ভিডিও তো কখনো আবার আজব সমস্ত ভিডিও যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়।

আবার মাঝে মধ্যেই খুদে শিশুদের কিছু ভিডিও এই ভাইরাল ভিডিওর মধ্যে দেখা যায়। এই ভিডিও গুলিতে কখনো কচিকাঁচা শিশুদের প্রতিভা তো কখনো আবার আজব সমস্ত কীর্তিকলাপ দেখতে পাওয়া যায়। আর এবার সোশ্যাল মিডিয়াতে এরখমই এক খুদে শিশুর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখে আপনি হাসবেন নাকি অবাক হবেন সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত।

ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে এক ছোট্ট ছেলেকে যে কিনা কাঁদোকাঁদো গলায় কিছু কথা বলছে। কি বলছে! তাহলে বলি, আসলে পড়াশোনা করতে মোটে ইচ্ছা করে না এই ছেলের। বরং বিয়ে করতে চায় সে, এই কথা সে তার বাবাকেও জানিয়েছে। কিন্তু বাবা তার বিয়ে দিচ্ছে না। আর সেই নিয়েই কান্নাগোলায় আবদার জানাচ্ছে এই খুদে শিশুটি।

ভিডিওতে ছোট্ট খোকা বলছে, ‘কবে থেকে বলছি আমাকে বিয়ে দাও বিয়ে দাও! তবুও বাবা আমাকে বিয়ে দেয় না। আমার পড়াশোনা করতে ভালো লাগে না। আমার বিয়ে করতে ভালো লাগছে!’ এই শুনে ক্যামেরার ওপাশ থেকে এক মহিলা বলে ওঠেন, দাঁড়া তোর বাবাকে এখুনি ভিডিও করে পাঠাচ্ছি। তোর এই কথা বলতে লজ্জা করে না!

ভাইরাল ভিডিও Viral Video little boy wants to get married

ভিডিওটি বাবাকে পাঠিয়েছে কি না তা জানা নেই, তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়েছে। আর শেয়ার হবার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি। ছোট খোকার বিয়ের এমন আবদার দেখে রীতিমত হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥