• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভয়ানক কান্ড! শার্ককে খেতে সমুদ্র থেকে বেরিয়ে এল বিশাল বড় কুমির, তুমুল ভাইরাল ভিডিও

Published on:

ভাইরাল ভিডিও Viral Video Crocodile Eating Shark on Sea beach

বন্য পশুদের মধ্যে বহু হিংস্র প্রাণী রয়েছে। আর এই সমস্ত হিংস্র প্রাণীদের মধ্যে অন্যতম হল কুমির (Crocodile)। কুমিরের নাম শুনেই অনেকে ভয়ে সিঁটিয়ে যায়। বাচ্চারা তো চিড়িয়াখানাতে কুমির ডেকে ভয় পেয়ে যায়। আবার অনেক বাচ্চা টিভির পর্দায় তথা সোশ্যাল মিডিয়াতে কুমিরের ভাইরাল ভিডিও (Viral Video) দেখতে বেশ পছন্দ করে। যদিও চোখের সামনে কুমির এলে আর রক্ষা নেই। ডিসকভারির মত চ্যানেল দেখে সকলেই কমবেশি জানি যে কুমিরের দাঁতের শক্তি কি পরিমান।

বনের মধ্যে ছোট পশুপাখি থেকে শুরু করে, বনের রাজা বাঘ সিংহকেও খেয়ে ফেলে কুমির। এছাড়াও জলাশয়ে ঘাপটি মেরে থাকা কুমির জলাশয়ে জল খেতে আসা হরিণ থেকে গরু মোষ সকলকেই নিজের শিকার বানিয়ে নেয়। মাঝে একটি ভাইরাল ভিডিওতে কুমিরকে একটা আস্ত কচ্ছপকে খাবার চেষ্টা করতে দেখা গিয়েছিল। যদিও কচ্ছপটিকে খেতে শেষমেশ ব্যর্থ হয়েছিল কুমিরটি। সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে।

সম্প্রতি কুমিরেরই একটি ভিডিও বেশ বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল এই ভিডিওটি মোবাইলে তোলা, ভিডিওতে দেখা যাচ্ছে সমুদ্রের জলরাশির মধ্যে থেকে বেরিয়ে আসছে এক বিশাল ভয়ংকর কুমির। এমনিতেই কুমির দেখলে আত্মারাম খাঁচা হবার জোগাড় হয়, সেখানে এতো বড় কুমির সামনে পড়লে আর রক্ষা নেই!

ভাইরাল ভিডিও Viral Video Crocodile Eating Shark on Sea beach

কুমিরটি আসলে সমুদ্রের ধারে বীচে পড়ে থাকা কিছু শার্ক মাছ দেখতে পেয়েছিলো। আর সেগুলি খাবার উদ্দেশ্যেই সমুদ্রের বিচে উঠে এসেছিলো কুমিরটি। বিচে উঠে এসে কুমিরটি শার্ক মাছগুলিকে উদরস্ত করতে থাকে। আর এই গোটা ঘটনার ভিডিও মোবাইলমবন্দি করেন কোনো এক মহিলা। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়াতে শেয়ার হলে তা ঝড়ের বেগে ভাইরাল হয়ে পড়ে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥