মানুষের জীবন বড়োই বিচিত্র! কার যে কখন কি হয় তা বলা খুবই মুশকিল। এমনকি কে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাও বুঝতে পারে খুবই কঠিন। অনেকেই হাজারো প্রতিকূল পরিবেশে অনেক সমস্যার মধ্যে থেকেও হাসি মুখে এগিয়ে চলেন। আবার দৈনন্দিন জীবনে হটাৎ এমন কিছু পরিস্থিতি হাজির হয় যা সকলকেই চমকে দেয়। এই সময় ঠিক কি করা উচিত তা বুঝে উঠতে পারা যায় না। তবে, এমন পরিস্থিতিতে মাঝে মধ্যেই কেউ না কেউ হাজির হয়ে পরিস্থিতি সামাল দেয়। সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে (Viral Video) এই ধরণেরই এক ঘটনার উদাহরণ দেখা গিয়েছে।
সিআইএসএফ (CISF) জওয়ানদের প্রতিনিয়ত নানান পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আর যে কোনো পরিস্থিতিতে কিভাবে সামাল দিতে হয় তার প্রশিক্ষণ দেওয়া হয় এই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স জওয়ানদের। এবার দিল্লি মেট্রো স্টেশনে কঠিন পরিস্থিতিতে মানবতার নজির গড়লেন সিআইএসএফ জওয়ানরা।
দিল্লির দাবরী মোড় মেট্রো স্টেশনে কর্মরত দুই জওয়ানদের তৎপরতায় এক ব্যক্তির প্রাণে বেঁচে গেছেন। সেই ভিডিওটি সিআইএসএফ তাদের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে। যা ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে দেখা যাচ্ছে দিল্লি মেট্রোতে চেকিং কাউন্টারে হোটাটি কাঁপতে কাঁপতে মুখ থুবড়ে মাটিতে পরে যান এক ব্যক্তি। তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দিতে কর্মরত দুই জওয়ান আসেন ও দিল্লির বাসিন্দা সত্যনারায়ণকে সিপিআর (CPR) দিতে থাকেন জওয়ানরা।
ওই ব্যক্তির হৃদযন্ত্র ও মস্তিস্ক যাতে সচল থাকে তাই সিপিআর দিতে শুরু করেন জওয়ান। আর সেই কারণেই সে যাত্রায় বেঁচে যান ওই ব্যক্তি। এরপর স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনাটি স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। আর সেই ভিডিও ব্যাপল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
#CISF personnel saved a precious life by giving CPR to a passenger namely Mr Satyanaran, R/O Janakpuri @ Dabri More Metro Station, DMRC, Delhi. Mr Satyanaran thanked CISF profusely for saving his life. pic.twitter.com/iqlMyeSIhd
— CISF (@CISFHQrs) January 18, 2021