বন্য প্রাণীদের মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যারা অত্যাধিক হিংস্র। আর চিতা বাঘ এই সমস্ত হিংস্র প্রাণীদের তালিকায় একেবারে ওপরের দিকে থাকে চিতা বাঘ। দ্রুতগতিতে ঝাঁপিয়ে পরে শিকার করতে চিতাবাঘের জুড়ি মেলা ভার। বনের এই শিকারী হিংস্র প্রাণীকে দেখে মানুষতো বটেই বন্যপ্রানীরাও ভয়ে সিঁটিয়ে থাকে। তবে, টিভির পর্দায় বা ভাইরাল ভিডিওতে (Viral Video) চিতাবাঘের ভিডিও দেখতে বেশ পছন্দ করেন সকলেই।
সোশ্যাল মিডিয়াতে আজকাল ভাইরাল ভিডিওতে ছড়াছড়ি। প্রতিদিনই হাজারো ভাইরাল ভিডিও থাকে সোশ্যাল মিডিয়াতে। কতকিছুই না থাকে এই সমস্ত ভিডিওগুলোতে যা রীতিমত দেখবার মত হয়। কখনো হাসরি বা মজার ভিডিও তো কখনো আবার ভয়ংকর কিছুর দেখা মেলে ভাইরাল ভিডিওতে। আবার অনেকে নিজের প্রতিভার ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে যা অল্পসময়ের মধ্যেই বিশাল সংখ্যক দর্শকদের কাছে পৌঁছে ভাইরাল হয়ে পরে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে খানিক অবাক হয়ে যাবেন। আমরা সকলেই জানি যে চিতাবাঘ দেখলে মানুষ থেকে শুরু করে যে কুকুর ছাগল এমনকি ছোট থেকে বড় বন্যপ্রাণীরা দৌড়ে পালায়। কিন্তু ভিডিওতে একটি চিতাবাঘকে কুকুরের ভয়ে সিঁটিয়ে যেতে দেখা যাচ্ছে। হ্যাঁ! ঠিকই শুনেছেন, কুকুরের ভয়ে সিঁটিয়ে যাচ্ছে চিতাবাঘ। আসলে চিতাবাঘটি অনেকটাই ছোট, হয়তো শিকারের উদেশ্যে কুকুরটির কাছে ঝাঁপিয়ে পড়েছে।
চোখের সামনে সাক্ষাৎ যমরাজকে দেখে ভয়ে আটকে উঠেছে কুকুরটি। আর লাফিয়ে উঠে শুরু করেছে ঘেউ ঘেউ করে চিৎকার। কুকুরটির ঘেউ ঘেউ শুনে শিকার করা তো দূরের কথা উল্টে ভয় পেয়ে যায় চিতাবাঘটি। এরপর সেখান থেকে পালিয়ে যায় চিতাবাঘটি। এই ঘোরণের ঘটনা অতন্ত্য বিরল। গোটা ঘটনাটি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন এক ব্যক্তি। আর শেয়ার করার পর থেকেই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই ৩৬ লক্ষেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন।